রবীন্দ্রবিশেষজ্ঞের চোখে রবীন্দ্রনাথ(১৫)
  2016-09-03 18:25:31  cri

সুপ্রিয় শ্রোতা, চলতি বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান 'রবীন্দ্রবিশেষজ্ঞের চোখে রবীন্দ্রনাথ'। আহম রফিক'কে কবি, প্রাবন্ধিক, সংস্কৃতিসেবী, মার্সসবাদী চিন্তক, রবীন্দ্রগবেষক, ভাষাসংগ্রামী-এমন বহুতর পরিচয়ে পরিচিত এক মনীষা। তবে তার সব পরিচয়কে ছাপিয়ে নক্ষত্রের মতো দীপ্যমান দুটি পরিচয় ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগবেষক। আজকের খোলামেলা অনুষ্ঠানে জানে নেন জনাব আহমদ রফিকের চোখে রবীন্দ্রনাথ। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040