20160825huati.mp3
|
২৩তম বেইজিং আন্তর্জাতিক বই মেলা ২৪ অগাস্ট সকালে বেইজিংয়ে চীনের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রের নতুন প্যাভিলিয়নে শুরু হয়েছে। চীনের জাতীয় প্রেস, প্রকাশনা, বেতার ও টেলিভিশন প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বেইজিং পৌর সরকার, চীনের লেখক সমিতি ও চীনের প্রকাশনা সমিতির যৌথ উদ্যোগে এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। মোট ৮৬টি দেশ ও অঞ্চলের ২৪০৭টি প্রকাশনালয় এ বইমেলায় অংশ নিচ্ছে। বাংলাদেশের বাংলাপ্রকাশের প্রকাশক মেহেদি হাসান তার প্রকাশনালয়ের দল নিয়ে বইমেলায় অংশ নেন। এটা হলো বেইজিং আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের কোনো প্রকাশনালয়ের প্রথম অংশগ্রহণ। মি. মেহেদি হাসান তাদের স্টোরে সিআরআইয়ের সংবাদদাতাকে সাক্ষাতকার দিয়েছেন। সাক্ষাতকারে তিনি বইমেলায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও তার প্রকাশনার চিন্তাভাবনা ব্যাখ্যা করেন। বন্ধুরা, শুনুন বাংলাপ্রকাশের প্রকাশক মেহেদি হাসানের দেয়া সাক্ষাতকার ।
প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন বাংলাপ্রকাশের প্রকাশক মেহেদি হাসানের সাক্ষাতকার।
আশা করি, ভবিষ্যতে বাংলাদেশের আরো বেশি প্রকাশনালয় চীনে এসে এমন বইমেলায় অংশ নেবে এবং চীনা পাঠকদের কাছে বাংলাদেশের বই তুলে ধরবে।
বন্ধুরা, আজকের টপিক এ পর্যন্তই। শোনার জন্য ধন্যবাদ। (ইয়ু / টুটুল)