হ্যালো চায়না: ৩৬. পানি ছিটানো উত্সব
  2016-08-19 14:23:39  cri

আপনি কি কখনো পানি ছিটানো উত্সবের সৌন্দর্য উপভোগ করেছেন? যদি এখনও এ সুযোগ না পান তাহলে অবশ্যই অনুষ্ঠানটি দেখবেন।

চীনের ইয়ুন নান প্রদেশে 'তাই' নামে এক জাতি আছে। এ জাতির একটি জাঁকজমকপূর্ণ উত্সব হল 'পানি ছিটানো উত্সব'। 'তাই' পঞ্জিকা অনুযায়ী নববর্ষের তৃতীয় দিনকে সবচেয়ে সুন্দর ও শুভ সময় হিসেবে চিহ্নিত করেছে তারা। এ দিন ভোরবেলা তাই জাতির সব লোকজন সুন্দর পোশাক পরে পাত্র ভরে পরিষ্কার পানি কাঁধে নিয়ে মন্দিরে যায়। মন্দিরের বৌদ্ধ দেবতার প্রতিমূর্তিতে এই পানি দিয়ে পরিষ্কার করা হয়। এরপর লোকজন একে অপরের শরীরে পানি ছিটিয়ে আনন্দ করে। এ উত্সবে অংশগ্রহণকারীদের ছোঁড়া পানিতে ভিজলে কেউ রাগ করে না। কারণ, এই পানি শুভেচ্ছার প্রতীক। উত্সবে আপনি যত বেশি ভিজবেন, আসন্ন নতুন বছর আপনার জন্য তত বেশি সুখ বয়ে আনবে। অবিবাহিত তরুণ-তরুণীর জন্য এই উত্সব আরও গুরুত্বপূর্ণ। যদি কোনো ছেলে এদিন মেয়ের হাতে তৈরি ছোট থলি পায়, তাহলে বুঝতে হবে, মেয়েটি ছেলেটির প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। আসলে পানি ছিটানো উত্সব হলো তাই জাতির ভালোবাসা দিবস। এছাড়া, নৌকাবাইচ প্রতিযোগিতা ও 'খুংমিং' নামে লন্ঠন আকাশে ওড়ানো সবই এই উত্সবের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই উত্সব সম্পর্কে আরও একটি সুন্দর কাহিনী প্রচলিত রয়েছে।

প্রাচীনকালে এক ভয়ঙ্কর শয়তান ছিল। সে 'সি সুয়ান পান না' নামের একটি এলাকা দখল করে রেখেছিল। শুধু তাই নয়, জোর করে সাতটি সুন্দরী মেয়েকে তাঁর স্ত্রী হিসেবে বন্দী করে রেখেছিল। পরে এই সাতটি মেয়ে ঐক্যবদ্ধভাবে শয়তানটিকে হত্যা করে। তারপরমৃত শয়তানের মাথা আগুনে পরিণত হয়। সে আগুনেই পুরো গ্রাম ও সব ফসল পুড়ে যায়। সে সময় মেয়েরা পানি ছুঁড়ে আগুণ নিভানোর চেষ্টা করে। এরপর থেকে সেই এলাকার অধিবাসীরা শান্তিতে জীবনযাপন করতে থাকে। আর এদিনের স্মরণেই পানি ছিটানো উত্সব শুরু হয়। সুতরাং, পানি ছিটানো উত্সবকে 'তাই' জাতির খুবই গুরুত্বপূর্ণ উত্সব হিসেবে ধরা হয়।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040