20160816huati.mp3
|
প্রিয় শ্রোতাবন্ধুরা, অলিম্পিকের ৩১তম আসর ব্রাজিলের রিও ডি জেনিরোয় চলছে। ডোপ কেলেঙ্কারির দায়ে এবারের আসরে অংশ নিতে পারেন নি অনেক বিখ্যাত খেলোয়াড়। রুশ খেলোয়াড়দের ডোপ কেলেঙ্কারি বিশ্বকে করেছে হতবাক। অনেকে আবার রিও অলিম্পিকের অনেক ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বন্ধুরা, আমাদের 'আজকের টপিক' অনুষ্ঠানে এসব নিয়েই আলোচনা শুনবেন আপনারা । (টুটুল)