নিজেই করুন অ্যাসিডিটি বা গ্যাস নিয়ন্ত্রণ
  2016-08-14 16:34:15  cri

অ্যাসিডিটি বা গ্যাস সমস্যা আমাদের একটি অতিপরিচিত রোগ। এ সমস্যার মুখোমুখি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অ্যাসিডিটি বা গ্যাস সমস্যায় আমরা কম বেশি সকলেই ভুগে থাকি। সয কোনো সময়, যে কোনো স্থানে এ সমস্যায় পড়তে পারেন আপনি। কেনো এ সমস্যা হয়? নিশ্চয় কিছু কারণ রয়েছে।

খাবার ভালো ভাবে চিবিয়ে না খাওয়া, অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া, কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনসহ বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে। এজন্য অনেকে নিয়মিত ওষুধ খেয়ে থাকেন। চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি নিজেই ঘরে বসে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

দারচিনি : আধা চা চামচ দারচিনি পাউডার এক গ্লাস গরম দুধে নিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর একটু ঠাণ্ডা হলে পান করুন। ইচ্ছা করলে এতে কিছু মধু মিশিয়ে নেয়া যেতে পারে। এছাড়া দারচিনির চা খাওয়া যেতে পারে। এজন্য গরম পানিতে পাউডার মিশিয়ে কিছুক্ষণ নেড়ে এরপর পান করুন।

অ্যাপেল সিডার ভিনেগার : যে কোনো ভাল দোকানে অ্যাপেল সিডার ভিনেগার কিনতে পাবেন সহজেই। প্রথমে ২ চা চামচ ভিনেগার এক গ্লাস গরম পানিতে দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এরপর এটিকে স্বাভাবিকভাবে ঠাণ্ডা করে তারপর পান করুন।

আদা : প্রতিদিন খাবার পর এক টুকরো আদা চিবিয়ে খান। এতে আপনার গ্যাসের সমস্যা থাকবে না। এক চামচ আদা বেটে তা গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিন। আদা চা তৈরি করে দিনে ২ বার পান করুন।

রসুন : রসুন আমাদের শরীরের নান রকম উপকার করে। অ্যাসিডিটি বা গ্যাস প্রতিরোধে রসুন খুব ভাল কাজ করে। যদি গন্ধটা সহ্য করতে পারেন তাহলে প্রতিদিন কিছু রসুন চিবিয়ে খান এতে গ্যাস হবার সম্ভাবনা কমে যাবে।

মৌরি : কিছু পরিমাণ মৌরি পানিতে দিয়ে ৫ মিনিট ধরে গরম করুন এরপর এটিকে ছেঁকে ঠাণ্ডা করে পান করুন। আপনি চাইলে এটি চিবিয়েও খেতে পারেন।

পুদিনা পাতা : কিছু ফ্রেস পুদিনা পাতা এক কাপ গরম পানিতে নিয়ে ৫ মিনিট ধরে গরম করুন। এরপর এটিকে ছেঁকে কিছু মধু দিন। দিনে ২-৩ বার পান করুন। তাড়াতাড়ি আরাম পেতে কিছু পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন।

(ওয়াং হাইমান উর্মি/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040