আফগানিস্তানে শিশু হতাহত বেড়েছে : জাতিসংঘ
  2016-08-14 16:35:03  cri

আফগানিস্তানে ২০০৯ সালের পর যে কোনো ছয় মাসের সময়সীমার চেয়ে চলতি বছরের প্রথম অর্ধভাগে বেশি সংখ্যক শিশু নিহত অথবা আহত হয়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনের লেখকরা বলেন, হতাহতের সংখ্যা বৃদ্ধি 'আশঙ্কাজনক ও লজ্জাজনক' এবং এই ইতিহাস সকল পক্ষের নেতাদের ওপর অর্পিত তাদের প্রতিক্রিয়ার বিষয়টি বিচার করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে সব বয়সী মোট ১ হাজার ৬শ' ১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু নথিভুক্ত করা হয়। এর মধ্যে ৩শ' ৮৮ জন ছিল শিশু এবং ১শ' ৩০ জন নারী।

একই সময়ের মধ্যে ১ হাজার ১শ' ২১ শিশু ও ৩শ' ৭৭ জন নারীসহ ৩ হাজার ৫শ' ৬৫ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০০৯ সালের জানুয়ারিতে জাতিসংঘ হিসেব রাখা শুরু করার পর থেকে সহিংসতায় ২২ হাজার ৯শ' ৪১ জনের মৃত্যুসহ ৬৩ হাজার ৯শ' ৩৪ জন নিহত বা হতাহত হয়েছেন।

সর্বশেষ হামলায় কাবুলে একটি বড় ধরনের বোমা বিস্ফোরণে ৮০ জন মানুষের মৃত্যু হয়। শিয়া মুসলিম সম্প্রদায়ের হাজেরা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চালানো ওই হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন বলেছেন, প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা দলটি গত ছয় মাসে সহিংসতায় আক্রান্ত পরিবারগুলোর কাছ থেকে পাঁচ হাজারেরও বেশি বিবরণ শুনেছিল, যার এক তৃতীয়াংশ শিশুদের হত্যা বা অঙ্গহানি করার সঙ্গে যুক্ত ছিল, যা বিশেষভাবে আশঙ্কাজনক ও লজ্জাজনক।

এছাড়া প্রতিবেদনটিতে সংঘাতে শিশুদের ব্যবহার, শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা, উদ্দেশ্যমূলকভাবে আইনজীবী, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট নারীদের লক্ষ্যবস্তু করা, সংক্ষিপ্ত বিচার এবং স্বাস্থ্য ও শিক্ষাসেবার ওপর আক্রমণসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে।(মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040