20160811huati.mp3
|
সম্প্রতি বেইজিংয়ের পা তা লিয়াং সাফারি পার্কে পর্যটকের ওপর বাঘের আক্রমণের ঘটনা সারা বিশ্বে আলোচিত হয়েছে।
চার সদস্যের একটি পরিবার নিজস্ব গাড়িতে করে সাফারি পার্কে ভ্রমণের সময় আকস্মিকভাবে তার স্ত্রী গাড়ি থেকে নেমে গাড়িচালক বা তার স্বামীর পাশের দরজা খুলে কথা বলে। এ সময় হঠাত্ একটি বাঘ তার ওপর হামলা চালায়। তার স্বামী ও মা গাড়ি থেকে নেমে তাকে বাঁচানোর চেষ্টা করে। তাকে আহত অবস্থায় বাঁচানো সম্ভব হলেও আরেকটি বাঘের আক্রমণে প্রাণ হারান মেয়েটির মা।
এ ঘটনার পর চীনের বিভিন্ন মহলে অনেক আলোচনা সমালোচনা হয়েছে।
আজকের টপিক অনুষ্ঠানে আনন্দি ও নিয়াজি মান্না এ বিষয়ে কথা বলেছেন। শুনুন অনুষ্ঠানটি।