সুর ও বাণী: চীনের বিখ্যাত সুরকার সান পাও
  2016-08-11 15:37:49  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আনন্দি বেইজিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখন শুনবেন 'সুর ও বাণী' আসর। আজকের আসরে আমি আপনাদের কাছে চীনের বিখ্যাত সুরকার সান পাওয়ের কিছু পরিচয় তুলে ধরবো এবং তার সৃষ্ট কয়েকটি গানও আপনাদের শোনাবো।

সুরকার সান পাও

বন্ধুরা, এখন আপনারা শুনছেন গায়ক সা পাও লিয়াংয়ের কণ্ঠে 'লুকানো সুগন্ধ' নামে গান। গানের কথা লিখেছেন চেন থাও, সুর করেছেন সান পাও। গানটি ২০০৪ সালে চতুর্থ চীনা সঙ্গীত মিডিয়া অ্যাওয়ার্ড লাভ করে। এ গান চীনের টেলিভিশন নাটক 'অভিজাত পরিবার' এর থিম সং। সান পাও এ টেলিভিশন নাটকের সব সংগীত সৃষ্টি করেন। 'লুকানো সুগন্ধ' গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

সান পাওয়ের আসল নাম সারি সোং। তিনি ১৯৬৮ সালের ৫ জুন ইনার মঙ্গোলিয়ার হুহোহাওথ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ৪ বছর বয়স থেকে বেহালা শেখেন, ১১ বছর বয়সে পিয়ানো শেখেন। ১৯৮৬ সালে তিনি চীনের কেন্দ্রীয় সঙ্গীত ইনস্টিটিউটের পরিচালক বিভাগে ভর্তি হন। ১৯৯৭ সাল থেকে তিনি পপসঙ্গীত সৃষ্টি শুরু করেন। ২০০২ সালের অক্টোবরে তিনি '২২তম চীনা চলচ্চিত্র গোল্ডেন রোস্টার অ্যাওয়ার্ড'-এ শ্রেষ্ঠ সংগীত পুরস্কার পান।

বন্ধুরা, এখন আপনারা সান পাওয়ের সৃষ্ট 'প্রেম আবার ফিরে আসুক' নামে গান শুনছেন। এ গান একটি টেলিভিশন নাটকের থিম সং। ২০ পর্বের এ নাটকটি চীনের মূলভূখণ্ড ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে তৈরি। এ নাটকে একজন পরিচ্ছন্নতাকর্মী ও তার পালিত মেয়ের গল্প বর্ণিত হয়েছে। নাটকে এ পালিত মেয়ে ছিলেন একজন গায়িকা। তিনি অনেক গান গেয়েছেন। তার 'প্রেম আবার ফিরে আসুক' নামে গান দর্শকদের মনকে স্পর্শ করেছে। গায়িকা চো রুই  এ গান গেয়েছেন। তিনি বলেন, 'এ গান গাওয়ার সময় আমি নিজেকে সম্পূর্ণভাবে নাটকের প্রধান চরিত্রের ওই মেয়ের মতো ভেবেছি। গান গাওয়ার পর আমার চোখের জল পড়েছে। আমি সত্যি এ গান খুব পছন্দ করি।'

সান পাও পপসঙ্গীত সৃষ্টি করার পাশাপাশি দেশ-বিদেশের সিমফনি অর্কেস্ট্রার পরিবেশনা পরিচালনা করেছেন। তিনি বিশুদ্ধ সঙ্গীত, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের সঙ্গীত, বিজ্ঞানের সঙ্গীতও সৃষ্টি করেছেন। তার সঙ্গীতকর্ম ছন্দময়, বহুমুখী ও রঙিন।

১৯৯৮ সালে 'বি দেয়ার অর বি স্কয়ার' নামে এক চলচ্চিত্র চীনে মুক্তি পায়। এ চলচ্চিত্রে যুক্তরাষ্ট্রে দু'জন বেইজিংবাসীর জীবনের অভিজ্ঞতা ও প্রেমের গল্প বর্ণিত হয়েছে।

এ চলচ্চিত্রের থিম সং 'বি দেয়ার অর বি স্কয়ার' ঐ একই সালে চীনের কেন্দ্রীয় গণবেতারের 'চায়না পপ সংগীত তালিকায়' সেরা দশটি স্বর্ণ গান হিসেবে নির্বাচিত হয়। গায়ক সুন নান এ গানের কারণে একই সালে সবচেয়ে জনপ্রিয় গায়ক নির্বাচিত হন। এ গানের কথা লিখেছেন চাং হো পিং, সুর করেছেন সান পাও। গানে বলা হয়েছে, 'বিরক্ত হয়ো না। তোমার হলে হারিয়ে যাবে না। তোমার হলে পরিশ্রম না করলেও তুমি তা পাবে।'

১৯৮৯ সালে বেইজিং এশিয়ান গেমসে সান পাওয়ের সৃষ্টি গান 'এশিয়ান গেমসের আলো' আনুষ্ঠানিকভাবে চীনের পপসঙ্গীতের শ্রেষ্ঠ গানে পরিণত হয়। তিনি সক্রিয়ভাবে সুর করেন, সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন। তিনি তাইওয়ানের বিখ্যাত গায়িকা সু রুই এর জন্য অনেক চমত্কার গান সৃষ্টি করেছেন।

বন্ধুরা, এবার শুনুন গায়িকা চু হুয়ার গাওয়া 'বসন্তকালের বাতাস আবার এসেছে'। গানে বলা হয়েছে, 'বসন্তকালের বাতাসে গাছের ডাল আবার সবুজ হয়েছে। আমি তোমার হাত ধরে সূর্যালোকের নিচে হাঁটি। পাখিরা আনন্দে গান গায়, তা শুনে মানুষের মনও সুখ পায়। আমরা বসন্তকালের বাতাসে স্নান করি, সারা জীবন একসাথে থাকবো। বহুদূর একসাথে যাবো।'

এ পর্যন্ত সান পাও কয়েক হাজার সঙ্গীতের সুর সমন্বয় করেছেন। তার নিজের সৃষ্ট কয়েক শ পপসঙ্গীত ভীষণ জনপ্রিয়তা পেয়েছে।

বন্ধুরা, এখন শুনুন 'ভাঙা ডানার প্রজাপতি'। গেয়েছেন ডিং ওয়েই। গানের কথা লিখেছেন হুয়াং সিয়াও মাও। সুর করেছেন সান পাও। "বহু বছর আগের এক মুহূর্ত গতকালের মতো। সুন্দর স্মৃতি এখনো আমার মনে আছে, তুমি কী দেখতে পারো? প্রজাপতির ডানা ভেঙে গেলে আর আকাশে উড়তে পারবে না। আজীবনের প্রেম কখনো পরিবর্তন হবে না।'

সান পাও মঙ্গোলীয় জাতির লোক। তৃণভূমি হচ্ছে তার স্বপ্নের স্থান। সঙ্গীত হচ্ছে তার আধ্যাত্মিক জন্মস্থান। তিনি স্বাধীনভাবে প্রাচীন সঙ্গীত ও পপসঙ্গীতের মধ্যে উড়ে বেড়ান। তার নাম চীনের সঙ্গীত জগতে ভীষণভাবে উল্লেখযোগ্য । তিনি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের জন্য অনেক অমর সুর সৃষ্টি করেছেন। বন্ধুরা, এখন শুনুন 'পশ্চিমদেশ অভিমুখে ভ্রমণ' নামে টেলিভিশন নাটকের সূচনা গান। গানে প্রধান চরিত্র সুন উ খোংয়ের মনের কথা বলা হয়েছে। গেয়েছেন লিউ হুয়ান।

বন্ধুরা, সঙ্গীত জগতে অনেক সুরকার আছেন। তারা সুন্দর সঙ্গীত সৃষ্টি করার পাশাপাশি নিজের কিছু গল্পও প্রচার করেন। তাদের পরিবার কেমন, তারা কীভাবে সাফল্য অর্জন করেছেন ইত্যাদি ইত্যাদি। তারা প্রায়ই নানা সাংস্কৃতিক অনুষ্ঠান বা টক-শো অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের সামনে সুপরিচিত হন। কিন্তু ইন্টারনেট বা অন্য কোনো উপায়ে সান পাও সম্পর্কে আরো তথ্য পাওয়া অনেক কঠিন। মনে হয়, তিনি সবসময় তার সঙ্গীতের পিছনে থাকেন। এটাও একজন শিল্পীর বিশেষ চরিত্র।

বন্ধুরা, আজকের 'সুর ও বাণী' আসরে আপনাদের কাছে চীনের বিখ্যাত সুরকার সান পাওয়ের কিছু পরিচয় তুলে ধরেছি। আমি অনেক বছর আগে তার নাম জেনেছি। তার সৃষ্ট গান 'লুকানো সুগন্ধ' প্রথম বারই আমাকে মুগ্ধ করেছে। পরে সময়ের সাথে সাথে জানতে পারি, তিনি আরো অনেক শ্রুতিমধুর গান লিখেছেন।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন আমার প্রিয় গায়ক চাং সিন চেনের কণ্ঠে সান পাওয়ের সৃষ্ট আরেক গান। এটিও টেলিভিশন নাটকের গান। গানের নাম 'বস্তুত'। গানে বলা হয়েছে, 'তোমার কারণে আমার জীবন সোনালী রঙে ভরে গেছে। আমার চোখ থেকে হৃদয় তোমার কাছ থেকে দূরে থাকতে পারে না। প্রেম স্বপ্নের মতো। স্বপ্ন জেগে উঠতে পারে, আমি দেখতে চাই, আসল বিশ্ব কী রকম? '

প্রিয় বন্ধুরা, এ পর্বের 'সুর ও বাণী' আসর এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040