হ্যালো চায়না: ৩৪. ছি শি উত্সব
  2016-08-06 20:05:27  cri

আগস্ট মাসের একটি দিনে চীনে অধ্যয়নরত এক মার্কিন ছাত্রী হঠাৎ তার চীনা ছেলে বন্ধুর কাছ থেকেবিয়ের প্রস্তাব পায়। ছাত্রীটি এতে খুবই আনন্দিত হয়। কেনো এদিন বিয়ের প্রস্তাব দেয়া হয়? মেয়েটির প্রশ্নের জবাবে ছেলেটি জানায়, এদিন হলো চীনা চান্দ্রপঞ্জিকার সপ্তম মাসের সাত তারিখ। আর এটি হলো চীনের ভালোবাসা দিবস অর্থাৎ ছি শি উত্সব। এটি চীনের সবচেয়ে রোমান্টিক উত্সব এবং এর সঙ্গে একটি চমত্কার প্রেমকাহিনী জড়িত রয়েছে।

অনেক দিন আগের কথা। 'নিউ লাং' নামের একটি ছেলে হলুদ রঙের বয়স্ক একটি গরু লালন-পালন করত। একদিন গরুটি হঠাৎ ছেলেটিকে বললো, 'জি ন্যু' নামে স্বর্গের এক পরী তার ছয় বোনকে সঙ্গে নিয়ে পৃথিবীতে বেড়াতে আসবেন এবং কাছাকাছি একটি নদীতে গোসল করবেন। যদি তুমি তার পোশাক নিতে পার, তাহলে পরী হবে তোমার স্ত্রী'।

গুরুর কথা শুনে ছেলেটি নদীর তীরে চলে যায় এবং 'জি ন্যু'পরীর পোশাক বাসায় নিয়ে আসে। পরে 'জি ন্যু' পরী 'নিউ লাং'য়ের বাসায় যায় এবং তাদের মধ্যে প্রেম হয়, বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান হয় এবং পৃথিবীতে তারা সুখী জীবন কাটায়।

কিন্তু, স্বর্গের পরী আরসাধারণ মানুষের প্রেম এবং কোনো ধরনের সম্পর্ক ছিল নিষিদ্ধ। এ বিয়ের পর পরীর মা খুবই রেগে গিয়ে স্বর্গ থেকে পরীকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তাদের দু'জনকেই শাস্তি দেয়া হয়। মহাকাশের বিশাল ছায়াপথের দু'পাশে দু'জনকে দু'টি তারায়রূপান্তরিত করা হয়। তারাবহুদূর থেকে পরস্পরকে শুধু দেখতে পেত।

তাদের ভালবাসায় দোয়েল পাখি মুগ্ধ হয়। বছরের একটি দিন তারা শুধু মিলিত হতে পারতো। সেদিন লাখ লাখ দোয়েল এসে ছায়াপথে একটি সেতু তৈরি করে। সেই সেতুপথে তারা মিলিত হয়। আর এ দিনটিই হলো চীনা চান্দ্রপঞ্জিকার সপ্তম মাসের সপ্তম দিন। এদিন চীনা প্রেমিক প্রেমিকার মিলন দিবস। চীনা ভাষায় যাকে বলা হয় 'ছি শি' উত্সব।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040