চীনের হুয়াংমেই অপেরা বা নাটক
  2016-07-29 14:22:23  cri


সুপ্রিয় শ্রোতবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'।

আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি আপনাদের ভালো লাগে।

গত অনুষ্ঠানে আমরা শুনেছি চীনের বেইজিং অপেরার সুর। আপনাদের মনে আছে, তাই না? বেইজিং অপেরা প্রথম শুনে হয়ত আপনাদের কিছুটা অদ্ভুত লেগেছে। তবে বারবার শুনলে এ ধরণের সুর ভালবাসবেন। আজ আপনারা আরো অদ্ভুত সুর শুনতে চান? আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আরো বৈশিষ্ট্যময় কিছু সুরের। তাহলো চীনের হুয়াংমেই নাটক বা হুয়াংমেই অপেরা। হুয়াংমেই নাটকের কেমন সুর? একটি হুয়াংমেই নাটক শোনার পর আপনারা তা অনুভব করতে পারবেন।

 

বন্ধুরা, হুয়াংমেই নাটক বা অপেরার পুরনো নাম ছিল 'হুয়াংমেই তিয়াও' বা 'ছাই ছাতিয়াও' । 'হুয়াংমেই' আসলে অষ্টাদশ শতাব্দির শেষ দিকে চীনের আনহুয়ে, হুপেই এবং চিয়াংসি-এই তিন প্রদেশ সংলগ্ন এলাকার জনসাধারণের মধ্যে উদ্ভুত এক ধরনের ক্ষুদ্র অপেরা বা নাটক। এর একটি শাখা ধাপে ধাপে পূর্বদিকে প্রসারিত হয়ে আনহুয়ে প্রদেশের হুয়াইনিং জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আনছিং অঞ্চলের স্থানীয় লোকশিল্পের সঙ্গে মিশে স্থানীয় ভাষায় গেয়ে ও আবৃত্তি করে নিজের বৈশিষ্ট্য গড়ে তুলেছে। তখন এর নাম ছিল 'হুয়াইছিয়াং' বা 'হুয়াইতিয়াও'। এটি আজকের হুয়াংমেই অপেরার পূর্বরূপ।

উনবিংশশতাব্দির মাঝামাঝি সময়ে 'ছিংইয়াংছিয়াং' এবং 'হুয়েতিয়াও'-এর প্রভাবে প্রভাবিত হয়ে হুয়াংমেই অপেরা আনুষ্ঠানিক অপেরায় রূপান্তরিত হয়। স্থানীয় অপেরা হিসেবে হুয়াংমেই নাটক বা অপেরা ধাপে ধাপে জনসাধারণের কাছে পরিচিত হয় এবং স্বীকৃতি লাভ করে। প্রথম দিকের হুয়াংমেই অপেরার বৈশিষ্ট্য ছিল নাচের সঙ্গে সঙ্গে গান গাওয়া। তখন এ অপেরা প্রধানত প্রাকৃতিক জীবনযাত্রার নমুনা উপস্থাপন করতো। এর কোনো নির্দিষ্ট প্রণালী ছিল না।

সে সময় হুয়াংমেই অপেরার অধিকাংশ শিল্পী ছিলেন কৃষক ও হস্তশিল্পী। পোষাক এবং হাতের ব্যবহৃত জিনিষপত্র ও ঢাকাঢোল সাময়িক সময়ের জন্যে যোগাড় করা হতো। মাঝেমধ্যে শিল্পীরা যেখানে অভিনয় করতেন সেখানেকার দর্শকদের কাছ থেকে সেগুলো ধার নিতেন। এ সময় হুয়াংমেই অপেরা ছিল মূলত গ্রামের শ্রমজীবিদের নিজেদের গাওয়া এবং বিনোদনের একটি মাধ্যম।

বন্ধুরা, এতক্ষণ আপনারা হুয়াংমেই নাটকের ইতিহাস জানলেন। এখণ হুয়াংমেই নাটক শুনবেন। এবার নতুন্এক ধরনের অনুভূতি হবে আপনাদের।

প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা।

শ্রোতাবন্ধুরা,আপনাদের মধ্যে অনেকই গান লিখতে পারেন। তাই না? আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চাইলে আমাকে ইমেল পাঠান।আমার ইমেল ঠিকানা, lianglilin@cri.com.cn। আবার বলছি, lianglilin@cri.com.cn। ইমেলের মাধ্যমে নিজেদের লেখা গান পাঠাতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো।আজকে আমরা চীনের হুয়াংমেই নাটক শুনি।হুয়াংমেই নাটকের সুর শুনতে শুনতে আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে। আশা করছি আপনারা এ পছন্দ করেছেন।অবশেষে হুয়াংমেই নাটকের আরেকটি সুর শেষ করবো আজকের সুরের ধারায়।

শ্রোতা বন্ধুরা, আজ তাহলে সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি।'সুরের ধারায়' আবারো আপনাদের শোনাবো সুন্দর ও নতুন নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। কথা হবে। (লতা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040