চীন-আফ্রিকা সার্বিক কৌশলগত সম্পর্ক আরও উন্নত হবে: লি ইউয়ান ছাওয়ের আশাবাদ
  2016-07-28 19:59:49  cri

জুলাই ২৮: চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইউয়ান ছাও বলেছেন, চীন ও আফ্রিকার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে। তিনি আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে আফ্রিকার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে এ আশাবাদ প্রকাশ করেন।

লি ইউয়ান ছাও বলেন, গত বছর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন সফল হয় এবং এর মাধ্যমে দু'পক্ষের মধ্যে সহযোগিতার নতুন যুগ শুরু হয়েছে। এসময় তিনি আশা করেন, দু'পক্ষ শীর্ষ সম্মেলনের সাফল্যকে কাজে লাগিয়ে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াবে, বাস্তব সহযোগিতা ত্বরান্বিত করবে, সাংস্কৃতিক বিনিময় বাড়াবে, আন্তর্জাতিক ইস্যুতে কৌশলগত সমন্বয় জোরদার করবে এবং সার্বিকভাবে চীন-আফ্রিকা কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে প্রচেষ্টা চালাবে।

জবাবে আফ্রিকান প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, দু'পক্ষের সহযোগিতা আফ্রিকার উন্নয়নের জন্য অনুকূল প্রমাণিত হয়েছে এবং আফ্রিকান জনগণের স্বীকৃতিও পেয়েছে। আফ্রিকা দু'পক্ষের ঐতিহ্যবাহী মৈত্রী জোরদার করতে ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে যথাসাধ্য প্রচেষ্টা চালাবে। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040