20160728huati.mp3
|
১৯৭৬ সালের ২৮ জুলাই ভোর তিনটা ৪২ মিনিটে চীনের হোপেই প্রদেশের থাংশান ও ফাংনান অঞ্চলে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এবার ভূমিকম্পের শক্তি ৪০০টি হিরোশিমা পরমাণু বোমার সমান। ২৩ সেকেন্ড ভূমিকম্পে ২৪২৭৬৯ জন নিহত, ১৬৪৮৫১ জন আহত হয়েছে। থাংশান চীনের সেরা দশটি শিল্প নগরের অন্যতম ছিল। কিন্তু ভূমিকম্পে ধূরিসাত্ হযে যায়। চল্লিশ বছর পার হয়েছে। এখন থাংশানের অবস্থা কেমন? আজকের টপিকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করেছি। শুনুন তাহলে।