শান্তি ও নিরাপত্তা বিষয়ে টোগোতে আফ্রিকা-যুক্তরাষ্ট্র-চীন সংলাপ
  2016-07-28 19:39:03  cri

জুলাই ২৮: টোগোর রাজধানী লোমেতে আজ (বৃহস্পতিবার) আফ্রিকায় শান্তি ও নিরাপত্তা নিয়ে ত্রিপক্ষীয় সংলাপ শুরু হয়। এতে আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সংলাপের দু'টি মূল আলোচ্য বিষয় হচ্ছে: গিনি উপসাগর অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা ও অর্থনীতি এবং সাহেল অঞ্চলের শান্তি।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ও পশ্চিম আফ্রিকা কার্যালয়ের প্রধান কর্মকর্তা মোহামেদ ইবনে ছাম্বাস, চীন সরকারের আফ্রিকা বিষয়ক বিশেষ প্রতিনিধি রাষ্ট্রদূত চোং চিয়ান হুয়া, সুদান ও দক্ষিণ সুদানে মার্কিন সাবেক বিশেষ দূত ও যুক্তরাষ্ট্রের শান্তি গবেষণালয়ের বিশেষ উপদেষ্টা প্রিন্সটন লিম্যানসহ প্রায় ৪০ জন বিশেষজ্ঞ সংলাপে অংশ নিচ্ছেন।

সংলাপশেষে মোহামেদ ইবনে ছাম্বাস সিনহুয়া বার্তা সংস্থার সংবাদদাতাকে বলেন, প্রথম দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এতে গিনি উপসাগরে জলদস্যুদের অপতত্পরতা ঠেকাতে তিন পক্ষের সমন্বয় ও সহযোগিতার ভিত্তি স্থাপিত হয়েছে।

তিনি আরও বলেন, সামুদ্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আফ্রিকার কৌশলগত অংশীদার দরকার। চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের দু'টি বড় দেশ এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এ দু'টি দেশের সাথে আফ্রিকার ঘনিষ্ঠ সম্পর্কও আছে। এ দু'টি বড় দেশ সহযোগিতা করলে, জলদস্যুদের দমনে কার্যকর প্রযুক্তি ব্যবহারে সক্ষম হবে আফ্রিকা।

এসময় চীনা প্রতিনিধি চোং চিয়ান হুয়া বলেন, সমুদ্রে শান্তি ও নিরাপত্তা বিষয়ে এই প্রথম তিন পক্ষ আলোচনা করছে। সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সাথে সামুদ্রিক নিরাপত্তাব্যবস্থা, জরুরি উদ্ধারক্ষমতা, সংস্কার কাঠামোসহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে চায় চীন। আফ্রিকার দেশগুলোতে শান্তি স্থাপনে ও দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দিতেও আগ্রহী তার দেশ। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040