'এক অঞ্চল, এক পথ' কৌশল এশিয়া ও আফ্রিকার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে: চীনা ভাইস প্রেসিডেন্ট
  2016-07-28 19:20:16  cri

জুলাই ২৮: চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইউয়ান ছাও বলেছেন, 'এক অঞ্চল, এক পথ' কৌশল এশিয়া ও আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এ কৌশল বাস্তবায়নের ফলে এতদঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে মহা গণভবনে 'প্রথম এশিয়া ও আফ্রিকা যুবসম্মেলন'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।

ভাষণে ভাইস প্রেসিডেন্ট লি বলেন, এশিয়া ও আফ্রিকার যুবকদের উচিত চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবের আলোকে সম্মিলিতভাবে দু'মহাদেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে সচেষ্ট হওয়া।

ঐতিহাসিক 'বান্দুং চেতনা'র ভবিষ্যত যুবসমাজের ওপর নির্ভর করে মন্তব্য করে তিনি বলেন, উন্নয়ন হচ্ছে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সবচেয়ে জরুরি লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে 'এক অঞ্চল, এক পথ' কৌশল কাজে লাগবে।

তিনি আরও বলেন, চীনা জনগণ 'চীনা জাতির মহান পুনরুজ্জীবন'-এর স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টা থেকে এশিয়া ও আফ্রিকার অন্য দেশগুলোও লাভবান হবে।

উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত 'এশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন'-এ 'এশিয়া-আফ্রিকা যুবসম্মেলন' অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। সেই প্রস্তাবের ভিত্তিতে প্রথম যুবসম্মেলনটির আয়োজন করা হয় এবং এতে বিভিন্ন দেশের ছয় শতাধিক যুবক-যুবতী অংশ নেয়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040