সিরিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে আন্তর্জাতিক সমাজের প্রতি দামেস্কের আহ্বান
  2016-07-28 16:36:17  cri
জুলাই ২৮: সিরিয়ার একাধিক স্থানে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকার। গতকাল (বুধবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

চিঠিতে বলা হয়, সিরিয়ায় সাম্প্রতিক হামলাসমূহ যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ও জেনিভা শান্তি আলোচনায় ফিরে যাওয়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। সন্ত্রাসীদের অর্থ ও সমর্থনের উত্স বন্ধ করতে চিঠিতে নিরাপত্তা পরিষদকে তাগিদও দেওয়া হয়।

উল্লেখ্য, গতকাল (বুধবার)-ও সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কামেশলিতে বোমা হামলায় ৪৮ জন নিহত এবং ১৪০ ব্যক্তি আহত হয়। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। আইএস এ হামলার দায়িত্ব স্বীকার করে। এ ছাড়া, রাজধানী দামেস্কে ২৪ ও ২৫ জুলাইয়ের গোলাবর্ষণে ১০ জন নিহত এবং ৩০ জনেরও বেশি লোক আহত হয়। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040