সুদের হার স্থিতিশীল রাখবে মার্কিন ফেডারেল রিজার্ভ
  2016-07-28 16:30:19  cri
জুলাই ২৮ : ফেডারেল ফান্ডের সুদের হার ০.২৫ থেকে ০.৫ শতাংশের মধ্যে রাখবে মার্কিন ফেডারেল রিজার্ভ। গতকাল (বুধবার) সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।

দু'দিনব্যাপী মুদ্রা নীতি সংক্রান্ত নিয়মিত সম্মেলন শেষে প্রকাশিত এক ঘোষণায় ফেডারেল রিজার্ভ জানিয়েছে, গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়ছে। অর্থনৈতিক অবস্থার স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। জুন মাসে দেশের নাগরিকদের কর্মসংস্থানের পরিস্থিত আরো সুষ্ঠু হয়ে উঠেছে।

ঘোষণায় বলা হয়, মার্কিন পরিবারভিত্তিক খরচের স্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শিল্পপ্রতিষ্ঠানগুলোতে স্থাবর সম্পত্তি বিনিয়োগ দুর্বল। আংশিকভাবে জ্বালানির দাম ও রপ্তানি পণ্যদ্রব্যের দাম কমে যাওয়ার কারণে মুদ্রা স্ফীতির হার ২ শতাংশের নিচে রয়ে গেছে।

ঘোষণায় আরো বলা হয়েছে, মার্কিন অর্থনৈতিক উন্নয়নের ঝুঁকি কমে গেছে। তারপরও ফেডারেল রিজার্ভ মুদ্রা স্ফীতির ওপর নিবিড় দৃষ্টি রাখবে। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর পরবর্তী মুদ্রা নীতি সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণাও উল্লেখ করা হয়। (স্বর্ণা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040