দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবস্থান ফের জোর দিয়ে তুলে ধরেছেন ফিলিপিন্সে নিযুক্ত চীনা কূটনীতিক
  2016-07-28 16:27:25  cri
জুলাই ২৮: সংলাপের মাধ্যমে দক্ষিণ চীন সাগর ইস্যু সমাধানের ইচ্ছা ফের তুলে ধরেছেন ফিলিপিন্সে নিযুক্ত চীনা দূতাবাসের মিলিটারি অ্যাটাশে সিনিয়র কর্নেল ওয়াং শিয়েন ইয়ুন। গতকাল (বুধবার) ফিলিপিন্সের চীনা দূতাবাসে চীনা গণমুক্তিফৌজ প্রতিষ্ঠার ৮৯তম বার্ষিকীর অনুষ্ঠান তিনি একথা জানান।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং শান্তিপূর্ণ উপায়ে সীমান্ত ও সামুদ্রিক বিরোধ মোকাবিলাকে চীন সবসময় সমর্থন করে আসছে। অনেক দিন ধরে চীন ও প্রতিবেশী দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতায় দক্ষিণ চীন সাগর পরিস্থিতি স্থিতিশীল ছিল। ওই অঞ্চলের জাহাজগুলোর মুক্ত চলাচলে কোনো সমস্যাও ছিল না। তা ছাড়া সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করার বিষয়ে চীন ও আসিয়ান দেশের মধ্যে মতৈক্য হয়েছে।

সহযোগিতার মাধ্যমে দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চীন ও আসিয়ান দেশগুলো সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন। এ বিষয়ে অন্য দেশগুলোর বৈরিতার পরিবর্তে গঠনমূলক ভূমিকা পালন করা উচিত। এ অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস মেনে নেওয়া হবে না বলে জোর দিয়ে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, চীন ও ফিলিপিন্সের মধ্যে হাজার বছরের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা খাতে এবং দুর্যোগ প্রতিরোধ ও সন্ত্রাসদমনে দু'দেশের বাহিনীর মধ্যে বাস্তব সহযোগিতার অনেক সম্ভাবনার কথা জানান তিনি।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040