রেনমিনপির মূল্য চীনের অর্থনীতির সঙ্গে মানানসই: আইএমএফ
  2016-07-28 16:06:36  cri

জুলাই ২৮: চীনের মুদ্রা রেনমিনপির মূল্য চীনের অর্থনীতির সঙ্গে মানানসই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। গতকাল (বুধবার) সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথমার্ধে রেনমিনপির মূল্যহ্রাসের পরও এই মুদ্রা চীনের অর্থনীতির যথাযথ প্রতিফলন ঘটিয়েছে।

এতে আরও বলা হয়েছে, অর্থ সংকটের পর থেকে চীনের বহিঃনির্ভরতা ব্যাপকভাবে কমেছে। চীনের উদ্বৃত্ত অর্থ ২০০৭ সালের তুলনায় ব্যাপক হ্রাস পেয়েছে। তবে ২০১৫ সালে আমদানির গতি কমে যাওয়ায় উদ্বৃত্ত অর্থ বেড়ে জিডিপি'র ৩ শতাংশে দাঁড়িয়েছে যা ২০০৭ সালে ছিল জিডিপি'র ১০ শতাংশ।

প্রতিবেদনে পূর্বাভাষ দেওয়া হয়েছে যে, বহিঃনির্ভরতা কমে যাওয়া এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত অর্থের পরিমাণ বাড়বে এবং পরবর্তী সময়ে মুদ্রার মূল্য স্থিতিশীল হবে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040