আইমাল কোম্পানির সিইও ইয়াং হুই-এর গল্প
  2016-07-30 15:21:22  cri

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর ইয়াং হুই বেইজিংয়ে আসেন। তিনি বেইজিংয়ে চীন শপিং মল কেন্দ্র অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগে শিল্প বিশ্লেষণের কাজ করেন। তিনি উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে শিল্প-প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নপ্রতিবেদন সরবরাহ করেন। চার বছরে তিনি কয়েক লাখ অক্ষরের উপাত্ত বিশ্লেষণ করেছেন।

২০১২ সালে ইয়াং হুই নিজেই উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের কোম্পানি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং সে সিদ্ধান্ত বাস্তবায়নও করেন।

তার প্রতিষ্ঠান আইমল-এর লক্ষ্য হল উপাত্ত বিশ্লেষণ প্রক্রিয়ায় বাণিজ্য ও ভোগকে আরও কার্যকরভাবে সংযুক্ত করা। এ সম্পর্কে ইয়াং হুই বলেন, 'আমার কোম্পানি মক্কেলদেরকে উপাত্ত সরবরাহ করে এবং বাণিজ্য ও ভোগের প্রবণতা সম্পর্কে ধারণা দেয়। আমরা তাদেরকে সুনির্দিষ্ট ও সঠিক ভোক্তাসম্পর্কিত উপাত্ত সরবরাহ করে থাকি। আমি আশা করি, এতে ভোক্তারা‌ও পণ্য ক্রয়ের ক্ষেত্রে আরও বেশি সুবিধা ভোগ করবেন। সেজন্য আসলে উপাত্ত বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ।'

প্রথম বছরে ইয়াং হুই ও তাঁর কোম্পানি অফলাইন ব্যবসার ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাঁরা অভিজ্ঞতা ও অর্থ সংগ্রহ করার পাশাপাশি অনলাইন ব্যবসার উন্নয়ন ঘটিয়েছিলেন। ২০১৪ সালে 'আইমাল ১.০ অ্যাপ' আনুষ্ঠানিকভাবে অনলাইন হয়। তিনি বলেন, '২০১২ সালে কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪ সালে অ্যাপ ১.০ অনলাইন হয়। আমার কোম্পানির প্রথম মক্কেল হল শপিং মল। সেজন্য আইমল'র অফলাইন গবেষণা এ সম্পর্কিত।'

অনলাইন ব্যবসার মাধ্যমে ইয়াং হুই আরও ব্যাপকভাবে উপাত্ত সংগ্রহ করেন। আইমল অ্যাপের মাধ্যমে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা যায়। এতে এর কার্যকারিতাও বাড়ে।

এ পর্যন্ত আইমল বেইজিংয়ের কয়েক'শ শপিং মলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। ইয়াং হুই আশা করেন, ভবিষ্যতে তাঁর কোম্পানি শেয়ার বাজারে যাবে। তিনি বলেন, 'অধিকাংশ ইন্টারনেট শিল্প কোম্পানি শেয়ার বাজারে যেতে চায়। আমরাও চাই। কিন্তু এখন আমি বর্তমান লক্ষ্য বাস্তবায়ন করতে চাই। ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন লক্ষ্য প্রণয়ন করা উচিত।'

একটি কোম্পানি গড়ে তোরা সহজ নয়। বিশেষ করে ইয়াং হুই'র মত একজন মেয়ের পক্ষে। পুরুষশাসিত ওয়েবসাইট শিল্পে একটি মেয়েকে সাফল্য পেতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এ সম্পর্কে ইয়াং হুই বলেন, 'প্রথমে চাই সাহস থাকা। তারপর বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হয়। আর সবশেষে চাই জরুরি অবস্থা মোবাকিলার সামর্থ্য।'

অবশ্য ইয়াং হুই মনে করেন, নারী হবার কারণে তিনি কিছু সুবিধাও পেয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, 'অধিকাংশ মানুষ মনে করে, একটি মেয়ের পক্ষে কোম্পানি গড়ে তোলা তুলনামূলকভাবে কঠিন। আসলে মেয়েদের এক্ষেত্রে কিছু বাড়তি সুবিধাও আছে। যেমন, মেয়েরা অন্যদের সঙ্গে তুলনামূলকভাবে সহজে যোগাযোগ করতে পারে। তা ছাড়া, একজন নারী উদ্যোক্তা সহকর্মীদের সঙ্গে অধিকাংশ সময়ই কোমল আচরণ করে থাকে, যা ব্যবসার জন্য ভালো।'

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040