চীনের সাউদার্ন এয়ারলাইন্সের উরুমুচি-ইসলামাবাদ ফ্লাইট চালুর ২২ বছর পূর্তি
  2016-07-27 20:31:50  cri

জুলাই ২৭: চীনের সাউদার্ন এয়ারলাইন্সের উরুমুচি-ইসলামাবাদ ফ্লাইট চালুর ২২ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল (মঙ্গলবার) পাকিস্তানের রাজধানীতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামাবাদে চীনা রাষ্ট্রদূত সুন ওয়েই তোং, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও সংস্কারমন্ত্রী আহসান ইকবাল, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, পাকিস্তানে চীনা কোম্পানি ও প্রবাসী চীনাদের প্রতিনিধিসহ শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত সুন ওয়েই তোং তার ভাষণে বলেন, কারাকোরুম পর্বতমালা হচ্ছে বিশ্বের ৮০০০ মিটার উঁচু পর্বতগুলোর মধ্যে সবচেয়ে ঘন হিমবাহসমৃদ্ধ। দীর্ঘকাল ধরে এই পর্বতমালা চীন ও পাকিস্তানের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বড় বাঁধা ছিল। এমনই প্রেক্ষাপটে গত শতাব্দীর ৯০'র দশকে চীনের সাউদার্ন এয়ারলাইন্স উরুমুচি থেকে ইসলামাবাদগামী ফ্লাইট চালু করে। এর মাধ্যমে আকাশপথে দু'দেশের মধ্যে সেতুবন্ধন রচিত হয়।

রাষ্ট্রদূত আরও বলেন, চীন-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতার বর্তমান প্রবণতা আশাব্যঞ্জক। 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের অগ্রণী প্রকল্প হিসেবে চীন-পাক অর্থনৈতিক করিডোর সার্বিক বাস্তবায়নের পর্যায়ে প্রবেশ করেছে। ভবিষ্যতে দু'দেশের পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা আরও বাড়বে। এতে চীনের সাউদার্ন এয়ারলাইন্সসহ দু'দেশের পরিবহন শিল্প খাতের প্রতিষ্ঠানগুলোর ব্যবসার সুযোগ সম্প্রসারিত হবে।

উল্লেখ্য, ১৯৯৪ সালের জুলাইয়ে চীনের সাউদার্ন এয়ারলাইন্সের উরুমুচি-ইসলামাবাদ ফ্লাইট চালুর পর গত ২২ বছরে কখনও বন্ধ হয়নি। (ইয়ু/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040