যুক্তরাজ্যের বৃহত্তম যান্ত্রিক পুতুল(ছবি)
  2016-07-27 11:24:40  cri
জুলাই ২৭: গত সোমবার ব্রিটেনের ডেইলি পোস্ট পত্রিকা জানিয়েছে, সম্প্রতি যুক্তরাজ্যের ডেভেন কাউন্টির টাভিস্টোকে উন্মুক্ত করা হয়েছে দেশের বৃহত্তম যান্ত্রিক পুতুল 'ম্যান ইঞ্জিন'। এরপর পুতুলটি দুই সপ্তাহব্যাপী ২০৯ কিলোমিটার যাত্রাও শুরু করেছে।

এ যান্ত্রিক পুতুলটির উচ্চতা তিনটি ডাবল-ডেকারের উচ্চতার সমান, ওজন ৪০ টন। প্রকৌশলীরা যান্ত্রিক পুতুলটি বেশ গোপনীয়তার সঙ্গে তৈরি করেছেন। ডেভেন কাউন্টির পরিত্যক্ত খনি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত হওয়ার দশম বার্ষিকীতে পুতুলটি তৈরি করা হয়।

(স্বর্ণা/তৌহিদ)


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040