বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা
  2016-07-26 20:41:03  cri

বেসরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য সামনে রেখে চলতি অর্থবছররে প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার সকালে গভর্নর ড. ফজলে কবির নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন। মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ধরা হয়েছে সাড়ে ১৬ শতাংশ, আর সরকারি খাতে ধরা হয়েছে ১৫ দশমিক ৯ শতাংশ। গভর্নর বলেন, বেসরকারি বিনিয়োগ বাড়ানো ও বাজেটে ঘোষিত ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন নতুন মুদ্রানীতির অন্যতম লক্ষ্য। মুদ্রাস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে ধরে রাখাতে মুদ্রানীতি ভূমিকা রাখবে বলে মনে করেন ড. ফজলে কবির।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040