ঢাকায় জঙ্গি আস্তানায় অভিযান, গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত, আটক ১
  2016-07-26 20:36:53  cri

রাজধানী ঢাকার কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৯ সন্দেহভাজন জেএমবি জঙ্গি নিহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে ১ জনকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, বোমা ও জেহাদি বই।

দেশজুড়ে চলমান জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামের একট ভবনে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক দ্রব্য ছুড়ে মারে জঙ্গিরা। সারারাত ঘিরে রাখার পর ভোরে সোয়াত, র‌্যাব, ডিবি যৌথভাবে ‌অপারেশন স্টর্ম ২৬ নামে ঘন্টাব্যাপী অভিযান চালায়। পুলিশ জানায়, জঙ্গিরা গুলি করে পালানোর চেষ্টা করে। এসময় গোলাগুলিতে তারা নিহত হয় বলেও দাবি করেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক। তিনি জানান, নিহতরা সকলেই জেএমবি জঙ্গি এবং গুলশান হামলার সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সফল অভিযানের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা প্রামাণিত হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040