চীনের উপপ্রধানমন্ত্রী ও পাক প্রতিনিধিদলের বৈঠক
  2016-07-26 16:35:30  cri

জুলাই ২৬: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য এবং উপপ্রধানমন্ত্রী চাং কাও লি'র সঙ্গে গতকাল (সোমবার) বেইজিংয় সফররত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মুহাম্মাদ শাহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তান মুসলিম লীগের প্রতিনিধিদল বৈঠক করেছেন।

বৈঠকে চাং কাও লি বলেন, গত এপ্রিলে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাকিস্তান সফরে দু'দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। দু'দেশের উচ্চ পর্যায়ের বিনিময় আরও বেড়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। দক্ষিণ চীন সাগর বিষয়ে পাকিস্তানের দৃঢ় সমর্থনের উচ্চ প্রশংসা করে চীন। চলতি বছর চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী, চীন পাকিস্তানের সঙ্গে দু'দেশের অর্থনৈতিক করিডোর নির্মাণ, যৌথ উন্নতি, সহযোগিতা জোরদার এবং পারস্পরিক উপকারিতার জন্য যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

মুখ্যমন্ত্রী মুহাম্মাদ শাহবাজ শরিফ সম্প্রতি চীনের বন্যা কবলিত অঞ্চলের মানুষদের সমবেদনা জানান এবং পাকিস্তানের পক্ষ থেকে ১০ হাজার টন চাল সহায়তা দেন। তিনি বলেন, পাকিস্তান চীনের সঙ্গে সহযোগিতা জোরদারে বাস্তব পদক্ষেপ নেবে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040