ইয়াং চে ছি এবং শুশান রাইস বৈঠক
  2016-07-26 15:11:22  cri

জুলাই ২৬ : চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ইয়াং চে ছি ও মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক সহায়তাকারী শুশান রাইস গতকাল (সোমবার) বেইজিংয়ে বৈঠক করেছেন।

বৈঠকে ইয়াং চে ছি বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীলতা ও উন্নয়ন রক্ষা করা দু'পক্ষের অভিন্ন স্বার্থ। তা করতে দু'পক্ষের চেষ্টা লাগবে। তিনি প্রত্যাশা করেন দু'পক্ষ এ দু নেতার পৌঁছানো গুরুত্বপূর্ণ মতামত বাস্তবায়ন করবে।

তিনি বলেন, হাং চৌতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক কাজ করার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করা হবে। এ উদ্যোগ দু'দেশের সম্পর্ক স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যেতে ত্বরান্বিত করবে।

দক্ষিণ চীন সাগর ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সমস্যায় ইয়াং চে ছি পুনরায় চীনের অভিমত প্রকাশ করে জোর দিয়ে বলেন, চীন স্পষ্ট ও অটলভাবে দক্ষিণ চীন সাগরবিষয়ক রায়ের বিরোধিতা করে। চীন অব্যাহতভাবে এ সাগরে চীনের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষা করবে। দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন না করতে চীন ওয়াশিংটনকে তীব্র তাগিদ দিবে।

ইয়া চে ছি আরো বলেন, জি-২০ শীর্ষ সম্মেলন সফল হলে আন্তর্জাতিক অর্থনীতি উন্নয়নে আস্থা ও শক্তি বাড়াবে। তিনি আশা করেন দু'দেশ ঘন ঘন যোগাযোগ বজায় রাখবে। আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় জি-২০ কার্যকর ভূমিকা রাখতে প্রচেষ্টা চালাবে।

শুশান রাইস বলেন, চীন ও যুক্তরাষ্ট্র একসঙ্গে জলবায়ু পরিবর্তন, এবলা ভাইরাস প্রভৃতি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং ভালো ফল পেয়েছে। দু'দেশের সহযোগিতা নতুন পর্যায়ে উপনিত হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে চীনের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করা হবে। বন্ধত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা হবে। যথার্থভাবে দু'পক্ষের মতভেদ নিয়ন্ত্রণ ও সমাধান করতে হবে। একসঙ্গে এ দু'নেতা হাং চৌর বৈঠক ও জি-২০ শীর্ষ সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত করার চেষ্টা চালাবে। এর মাধ্যমে দু'দেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করবে। (তুহিনা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040