মিলান ইন্টারন্যাশনাল জার্নি
  2016-07-26 10:49:25  cri

 

বেইজিংয়ে ইতালি দূতাবাসের সাংস্কৃতিক বিভাগ ও অন্যান্য কয়েকটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সম্প্রতি একটি ছবি প্রদর্শনী আয়োজিত হয়।

প্রদর্শনীতে বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিশেষ কিছু দিক তুলে ধরা হয়। এ প্রদর্শনীর শিরোনাম হলো 'মিলান ইন্টারন্যাশনাল জার্নি'।

মিলান হলো একটি সাংস্কৃতিক শহর। এই শহরটির শক্তিশালী সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।

সংস্কৃতি, পরিবেশ ও খাবারের ওপর বরাবরই গুরুত্বারোপ করে মিলান। শরটিতে নিয়মিতভাবেই অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। আর এজন্য অনেক শিল্পীও বাস করেন সেখানে।

এবারের এই 'মিলান ইন্টারন্যাশনাল জার্নি'র প্রধান শিল্পী বা আলোকচিত্রী হলেন রবার্তো গোফি। তিনি বলেন, মিলান তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।

 শহরটির প্রতিটি জায়গার একটি করে গল্প রয়েছে।

আজকের অনুষ্ঠানে এই প্রদর্শনী নিয়েই আলোচনা করেছি আমরা। (জিনিয়া/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040