পশ্চিমবঙ্গের শ্রোতাদের নিয়ে দিদারুল ইকবাল-এর একটি বিশেষ সাক্ষাত্কার অনুষ্ঠান
  2016-07-25 13:51:00  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা,

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের মুক্তার কথা অনুষ্ঠান।

আজকের অনুষ্ঠানের একটি বিশেষ বৈশিষ্ট রয়েছে যা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি দিদারুল ইকবাল।

শ্রোতাবন্ধুরা নিশ্চয় ইতিমধ্যে কিছুটা বুঝে গেছেন বিশেষ আয়োজনের কারণটি। যাই হোক বন্ধুরা, গত ১৯ জুলাই মঙ্গলবার আমি ভ্রমণে এসেছি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতায়। এখানে আমি পশ্চিমবঙ্গের ৮টি জেলার ১৫ জন শ্রোতাবন্ধুর সাথে বিশেষ মিটিং-এ মিলিত হয়েছি। তাঁরা হলেন, কুচবিহার জেলার তপন বসাক এবং রানা চ্যাটার্জী, কোলকাতার ভাস্বতী হালদার, দক্ষিণ দিনাজপুরের দেবাশীষ সরকার এবং উত্তম সরকার, উত্তর ২৪ পরগণার জয়ন্তী চক্রবর্তী, বর্ধমান জেলার অজয় কুমার সরকার এবং সুধাংশু সরকার চক্রবর্তী, বিরভুম জেলার শুভজিৎ চৌধুরী, মুর্শিদাবাদ জেলার বিশ্বনাথ মণ্ডল, শিবেন্দু পাল ও তরুণ মৈত্র এছাড়া হাওড়া জেলার রাজীব বন্ধ্যোপাধ্যায়, প্রণব ভট্টাচার্য্য এবং শ্রাবস্তী বসু। এই বিশেষ আয়োজনে আরো অংশ নিয়েছেন বাংলাদেশের দু'জন শ্রোতাবন্ধুও। তাঁরা হলেন, গোপালগঞ্জের বিধান চন্দ্র টিকাদার এবং ঢাকার ইনজামুল খান প্রান্ত।

১৯ এবং ২০ জুলাই ২ দিন ধরে আমি শ্রোতাদের সাথে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) নিয়ে কথা বলি। তাদেঁর কাছ থেকে জানার চেষ্টা করি তাঁরা কখন, কিভাবে, কার অনুপ্রেরণায় চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শুনা শুরু করলেন সেই রোমাঞ্চকর স্মৃতির কথা। আরো জানতে চা্য় সিআরআই-এর অনুষ্ঠান শুনে তাঁদের ভালো লাগা, আনন্দ পাওয়া এবং ভালোবাসার কারণ গুলি।

২ দিনের দীর্ঘ আলোচনার পর আমি তাদেঁর কয়েকজনের বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করি। সিআরআই-কে নিয়ে তাঁরা তাদেঁর মধুর স্মৃতির কথা তুলে ধরেছেন আমার কাছে। এছাড়া সিআরআই-এর বর্তমান অনুষ্ঠানের মান উন্নয়ন নিয়েও তাঁরা কথা বলেছেন, তুলে ধরেছেন তাদেঁর মতামত ও প্রস্তাব।

চলুন, এখন আপনাদের শুনাচ্ছি তাদেঁর কথা।

সিআরআই-কে সাক্ষাৎকার দিচ্ছেন কুচবিহারের তপন বসাক।

সিআরআই-কে সাক্ষাৎকার দিচ্ছেন মুর্শিদাবাদের শিবেন্দু পাল।

সিআরআই-কে সাক্ষাৎকার দিচ্ছেন বর্ধমানের অজয় কুমার সরকার।

শ্রোতাবন্ধুরা,

এতক্ষণ আপনারা শুনছিলেন ভারতীয় শ্রোতাদের নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। এর পূর্বে শুধুমাত্র ভারতীয় শ্রোতাদের নিয়ে এধরণের সরাসরি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান করা হয়নি।

আশাকরি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আগামীতে বাংলাদেশের শ্রোতাদের পাশাপাশি ভারতীয় শ্রোতাদের নিয়েও মাঝে মধ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এমন প্রত্যাশা রেখে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা থেকে আজকেরমত এখানেই বিদায় নিচ্ছি আমি......

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040