হ্যালো চায়না: ৩২. সমাধি পরিচ্ছন্নকরণ দিবস
  2016-07-22 17:33:27  cri

প্রতিবছর এপ্রিলের শুরুতে চীনে আসলে আপনি দেখবেন যে, অনেক মানুষ হাতে ফুল, ফল, হলুদ কাগজ ও ধূপ নিয়ে বাইরে যান। তাঁরা কি করেন, জানেন? এপ্রিল মাসের ৪ থেকে ৬ তারিখের মধ্যে চীনা পঞ্জিকা অনুযায়ী একটি দিন হলো সমাধি পরিচ্ছন্নকরণ দিবস। চীনা ভাষায় বলা হয় 'ছিং মিং চিয়ে'। 'ছিং মিং চিয়ে' হলো, চীনাদের সমাধি পরিচ্ছন্নকরণ দিবস। এদিন চীনারা তাদের প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে এবং সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। পুরানোপ্রথাঅনুযায়ী, সমাধি পরিষ্কারের সময় চীনারা আত্মীয় স্বজনের কবরে খাদ্যসামগ্রী উত্সর্গ করে এবং কবরস্থানে নতুন মাটি দেয়। এ সময় গাছের সবুজ ডালপালা দিয়ে কবর সাজানো হয়। তারপর, মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে। বর্তমান পরিবেশ সুরক্ষা ও নিরাপত্তার জন্য সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় শুধু ফুল ও তাজা ফল দেয়া হয়। অনেক তরুণ-তরুণী অনলাইনে মোমবাতি জ্বালানোর অনুষ্ঠান করে প্রয়াত আত্মীয়স্বজন ও বন্ধুদের শ্রদ্ধা জানায়।

সমাধি পরিচ্ছন্নকরণ ছাড়া, 'ছিং মিং চিয়ের' আরেকটি গুরুত্বপূর্ণ রীতি-নীতি হলো বাইরে দৃশ্য উপভোগ করার জন্য ভ্রমণ করা।এজন্য শহরের উপকণ্ঠে ভ্রমণ করতেপারে। কারণ এ সময়টাঠিক বসন্তকাল। প্রাকৃতিক সব দৃশ্য সেখানে প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় আপনিও ভ্রমণ করতে পারেন। চীনারা এই রীতিনীতি পালন করে আসছেন। এর মধ্যে ধারাবাহিক শরীর চর্চা অনুষ্ঠানও রয়েছে। যেমন ঘুড়ি ওড়ানো ও দোল খাওয়া ইত্যাদি।

চীনের 'ছিং মিং চিয়ে'র মাধ্যমে কেবল যে মৃতদের উত্সর্গ করা হয় তা কিন্তু নয়, এটি ভ্রমণের আনন্দের আয়োজনও বটে। সুতরাং 'ছিং মিং চিয়ে' একটি খুবই বৈশিষ্ট্যসম্পন্ন দিবস।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040