এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান আরো জোরদার করা উচিতঃ বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান
  2016-07-16 16:09:47  cri











সুপ্রিয় শ্রোতা, সম্প্রতি চীনের কনফুসিজম ফোরামের উদ্যোগে পেইচিংয়ে গত ৮ থেকে ১১ জুলাই অনুষ্ঠিত হয় 'এশীয় সংস্কৃতি বিনিময় ফোরাম'। জাপান, কোরিয়া, ভারত, বাংলাদেশসহ ৩০টির বেশি দেশ থেকে আসা দুইশ জনের বেশি প্রতিনিধি এ ফোরামে অংশগ্রহণ করেন। বর্তমান সময়ে এশীয় দেশগুলোর উন্নয়নের পরিপ্রেক্ষিতে এসব দেশের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক আদান-প্রদান ও সমঝোতা বাড়ানোর লক্ষ্যে এ ফোরাম আয়োজন করা হয়।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান এ ফোরামে অংশগ্রহণ করেন। বাংলাদেশের একজন বিখ্যাত লোক সংস্কৃতি বিশেষজ্ঞ হিসেবে ফোরামে তিনি 'কনফুসিজম, পূর্ব এশীয় নবজাগরণ এবং দক্ষিণ এশীয় দেশ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

আজকের খোলামেলা অনুষ্ঠানে শুনুন তার সাক্ষাত্কার। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। (স্বর্ণা/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040