সুর ও বাণী: সমুদ্র
  2016-07-11 18:52:40  cri


প্রতি বছরের জুলাই ও অগাস্ট মাস চীনের স্কুলগুলোর গ্রীষ্মকালীন ছুটির মাস। এ সময় প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। ছাত্রছাত্রীরা পরীক্ষা শেষ করার পর এ ছুটি উপভোগ করতে পারেন। আর বাবা-মা সন্তানের এ ছুটির সময়টা ভালোভাবে কাটানোর জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা করে থাকেন। বিভিন্ন জায়গা ভ্রমণ করা হচ্ছে এ ছুটির একটি গুরুত্বপূর্ণ বিষয়।

প্রিয় বন্ধুরা, গ্রীষ্মকালে আপনারা কোথায় যেতে পছন্দ করেন? আমি পছন্দ করি সমুদ্র। গ্রীষ্মকালে সমুদ্র হলো আমার প্রিয় স্থান। আজকের 'সুর ও বাণী' আসরে আপনাদের সমুদ্র সম্পর্কিত কয়েকটি গান শোনাবো।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন তাইওয়ানের গায়ক চাং ইয়ু শেংয়ের গাওয়া 'সমুদ্র' নামে গান। বলা যায়, এ গানটি চীনাদের মনে সমুদ্রকে নিয়ে গাওয়া শ্রেষ্ঠ গানের একটি। এ গানে বলা হয়েছে, 'সুদূর সমুদ্রে তুমি ধীরে ধীরে বিলীন হয়েছে। তোমাকে আমি অনেক কিছু বলতে চাই। কিন্তু কীভাবে শুরু করবো, জানি না। সে কথাগুলো কেবল মনের ভিতরেই রেখে দিতে পারি। যদি সমুদ্র অতীতের প্রেম ডেকে আনতে পারে, তাহলে আমি সারা জীবন অপেক্ষা করবো।'

আমি একটি টেলিভিশন নাটকে দেখেছি যে, এক ছেলে সমুদ্রে বেড়াতে যান। ভোরবেলায় তিনি একাই সৈকতে গিয়ে মোবাইল ফোনে তার প্রেমিকাকে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনান। এ চিত্র এখনো স্পষ্ট আমার মনে আছে। কারণ আমি জানি সমুদ্র শুধু মনকে মুগ্ধই করে না, সমুদ্রের শব্দ শুনেও অনেক কিছু বোঝা যায়।

বন্ধুরা, এখন শুনুন গায়িকা চাং হুই মেইয়ের গাওয়া 'সমুদ্র শোনো' নামের গান। এ গানটি ১৯৯৭ সালে চাং হুই মেইয়ের অ্যালবাম 'ব্যাড বয়' এর একটি গান। তাইওয়ানে এ অ্যালবামটি ১৩ লাখ ৬০ হাজার কপি বিক্রি হয়েছে, আর পুরো এশিয়ায় বিক্রি হয়েছে ৬০ লাখ কপি।'সমুদ্র শোনো' গানটি চাং হুই মেইয়ের প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়েছে। এ গান ২১তম তাইওয়ানের সংগীত অ্যাওয়ার্ডে ছয়টি পুরস্কার লাভ করে। গানে বলা হয়েছে, 'আমাকে চিঠি লিখে জানাবে, আজ সমুদ্রের রং কেমন? তোমার মন কেমন? চিঠিতে আমাকে জানাবে, আজ রাতে স্বপ্নে তুমি কী দেখতে চাও? তোমার স্বপ্নের বাইরে থেকে আমি কী করতে পারি? শোনো, সমুদ্র কাঁদছে, তা দেখে কার মন কষ্ট পেয়েছে?'

সমুদ্র, অনেকের কাছে জন্মস্থানের মতোই গুরুত্বপূর্ণ। ১৯৮৩ সালে চীনা জেলেদের জীবনকে কেন্দ্র করে 'সমুদ্রের ডাক' নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। এ চলচ্চিত্রের থিম সং 'সমুদ্র, আমার জন্মস্থান' চীনে খুব জনপ্রিয়তা পায়। এ গানে মা, জন্মস্থান আর সমুদ্রের প্রতি প্রধান চরিত্রের গভীর আবেগ প্রকাশিত হয়েছে।

বন্ধুরা, এবার শুনুন গায়ক লি চিয়ানের কণ্ঠে 'সমুদ্র, আমার জন্মস্থান' নামের গান। গানের কথা এমন, 'ছোটবেলায় আমার মা আমাকে বলেছিলেন, সমুদ্র আমার জন্মস্থান। সমুদ্রের তীরে আমার জন্ম, সমুদ্রে আমি বড় হয়েছি। সমুদ্রের বাতাসের সঙ্গে আমি চার দিকে চলে যাই। সমুদ্র, মায়ের মতো, সবসময় আমার পাশে আছে।'

বিশ্বের অনেক জায়গায় সুন্দর সমুদ্র রয়েছে। আমি চীনের সান ইয়া ও তাইওয়ান, বাংলাদেশের কক্সবাজার, শ্রীলংকার মিরিসা ও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে সমুদ্র দেখেছি। সত্যি কথা বলতে, প্রতিটি সমুদ্রের ভিন্ন সৌন্দর্য আছে। বলা খুবই কঠিন যে, কোন সমুদ্র বা সৈকত সবচেয়ে সুন্দর। আমার বিশ্বাস, প্রত্যেক মানুষের মনে এক বিশেষ সমুদ্র আছে, সেখানে আছে বিশেষ স্মৃতি, যা হতে পারে আনন্দের, হতে পারে কষ্টের, তবে তা স্মরণীয়।

বন্ধুরা, এখন আপনারা শুনছেন হান হোংয়ের কণ্ঠে 'সেই সমুদ্র' নামের গান। গানের কথা এমন, 'আমাকে বলো, আজ রাতে তোমার স্বপ্নে আমি আছি কি? তোমার মনে আমাকে ছাড়া আর কে আছে? সে আমার চেয়ে ভালো নাকি? তোমাকে আরো বেশি সুখ-শান্তি দিতে পারে নাকি? তুমি আমাকে উত্তর দাও। তুমি দেখো, সমুদ্র কাঁদছে। তুমি জানো, আমি চিরদিন তোমার উত্তরের অপেক্ষায় থাকবো।'

তাইওয়ানের গায়িকা ওয়া ওয়া যৌবনকালে চীনের মূলভূভাগের এক লোকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। কিন্তু তাদের মধ্যে ছিলো তাইওয়ান প্রণালী আর সেই লোকটিরও ছিলো স্ত্রী। দু'জনের প্রেম ছিলো অনেক কষ্টের। ওয়া ওয়া প্রায় অর্ধ বছরের আয় দিয়ে বিমান টিকিট কিনে বেইজিংয়ে তার প্রেমিকের সঙ্গে দেখা করতেন। কিন্তু অবশেষে দু'জনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তার এ গল্প শুনে গীতিকার লি জোং শেং 'সমুদ্র পার হয়ে তোমাকে দেখতে চাই' নামের গান লিখেন। গানে বলা হয়, 'তোমার জন্য আমি অর্ধ বছরের আয় ব্যয় করে সমুদ্র পার হয়ে তোমার সঙ্গে দেখা করি। আমাদের সাক্ষাতের সময় আমার শ্বাস নিয়েও বহু বার চর্চা করেছি। কোনো ভাষায় আমার প্রেম প্রকাশ করা যায় না। এ পরিতাপের জন্য রাতে আমি বার বার চিন্তা করি, ঘুম আসে না'। এ গানটি প্রচারের পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমন কি অনেক প্রেমিক-প্রেমিকা এ গান শুনে প্রেমে আরো সাহসী হয়ে ওঠেন। এক দিন ওয়া ওয়া রেস্তোরাঁয় খাওয়ার সময় এক মেয়ে তার কাছে এসে কৃতজ্ঞতা জানান। ওই মেয়ে বলেন, "আপনার গান শোনার পর আমিও টাকা সাশ্রয় করে আমার প্রেমিককে দেখতে গিয়েছি। তারপর আমাদের বিয়ে হয়েছে। আপনাকে ধন্যবাদ'।

বন্ধুরা, আপনারা সৈকতে গেলে কী করতে পছন্দ করেন? সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা, নাকি সমুদ্রে সাঁতার কাটা? আমি কেবল সমুদ্র দেখার জন্যই সৈকতে বসে থাকতে পারি দীর্ঘক্ষণ।

বন্ধুরা, এবার শুনুন চৌ শুনের কণ্ঠে 'সমুদ্র দেখা' নামের গান। এ গান ২০০৩ সালে চীনের সেরা দশটি গানের একটি নির্বাচিত হয়। গানে বলা হয়েছে, 'আমার চাওয়া খুব কম, শুধু তোমার সঙ্গে সাগর দেখা। তুমি যাওয়ার পর আমি বুঝতে পেরেছি, তুমি আমার কাছে কত গুরুত্বপূর্ণ। কিন্তু তোমার মন এখানে থাকে না। তুমি সবসময় পালিয়ে যেতে চাও। আমি তোমার সঙ্গী হতে চাই। তোমার সঙ্গে সমুদ্র দেখতে চাই'।

সমুদ্রের পৃষ্ঠ অনেক সময়ই থাকে নীরব ও শান্ত। কিন্তু সমুদ্রের পানির নিচে বড় ঢেউ হতে পারে। এটা মানুষের আবেগের মতো, অনেক সময় মনের ভিতরে ঝড় বয়ে গেলেও বাইরে থেকে তা বোঝা যায় না। সমুদ্রের পাশে দাঁড়ালে স্পষ্টভাবে প্রাণের শক্তি আর বিশ্বের গভীরতা ও জটিলতা অনুভব করা যায়।

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে শুনুন 'বৃদ্ধ ও সাগর' নামের গান। এ গানের কথা লিখেছেন চু ছি মিন, সুর করেছেন এবং গেয়েছেন হাই মিং ওয়েই। তিনি গেয়েছেন, 'বিশ্বের ওই পারে, বিমান আমার প্রিয়কে নিয়ে গেছে। একা একাই সৈকতে আছি। সমুদ্র আগের মতোই আছে। কিন্তু আমাদের শ্বাসের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। একজন নীরব বৃদ্ধ আমার সঙ্গে আছে। আমরা দু'জন ঘুমতে পারি না। আমি অপেক্ষা করি, সাগরের ওই পার থেকে বাতাস আসবে। আমরা সাগরের দু'পারের দু'টি বিশ্বে আছি'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের 'সুর ও বাণী' আসর শুনলেন। আজ আপনাদের সমুদ্র সম্পর্কিত কয়েকটি গান শুনিয়েছি। এ আসরে আপনারা কি ধরণের গান শুনতে চান, আমাকে চিঠি লিখে জানাবেন, আমি শোনানোর চেষ্টা করবো। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040