চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সহযোগিতামূলক প্রকল্প
  2016-07-11 11:20:03  cri


গত জুন মাসের মাঝামাঝি সময় চীনের ইউয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে চীন-দক্ষিণ এশিয়া মেলা চলাকালে তৃতীয় শিক্ষা সম্পর্কিত ফোরাম আয়োজিত হয়। এ ফোরামে বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যতে চীনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী প্রশিক্ষণ বিনিময়, চীনা ভাষা প্রশিক্ষণ ও শিক্ষক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে ইউয়ুননান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কিছু তথ্য তুলে ধরবো এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেন ও বাংলাদেশের ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সাক্ষাতকার শোনাবো।

'চীন-দক্ষিণ এশিয়া মেলা-২০১৬' চলাকালীন ইউয়ুননান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৃতীয় বারের মতো শিক্ষাসম্পর্কিত ফোরাম আয়োজিত হয়। ২০১২ ও ২০১৪ সালে এ ফোরাম দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কাছে গুরুত্ব তৈরি করে। এ পর্যন্ত ইউয়ুনান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার ৮টি দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। এসব সহযোগিতার মধ্যে রয়েছে পারস্পরিক দেশের ভাষার প্রশিক্ষণ কোর্স, ইন্টারনেটের মাধ্যমে চীনা ভাষার প্রশিক্ষণ ক্লাস, পারস্পরিক শিক্ষক বিনিময়, পারস্পরিক শিক্ষার্থীদের স্বল্পকালীন প্রশিক্ষণ কোর্স ইত্যাদি।

ইউয়ুননান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান তু জুন জুন মনে করেন, এ শিক্ষা ফোরামের মধ্য দিয়ে ইউয়ুননান প্রদেশ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতার প্লাটফর্ম গড়ে তোলা হয়েছে, এ অঞ্চলের শিক্ষা খাতের বিনিময় চাহিদা পূরণ করা হয়েছে, যা বিভিন্ন দেশের শিক্ষার আন্তর্জাতিক মান উন্নীত করার জন্য সহায়ক।

তিনি উল্লেখ করেন, চীনের 'এক অঞ্চল, এক পথ' চিন্তাধারার কারণে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আর্থ-বাণিজ্যিক আদান-প্রদান আরো ঘনিষ্ঠ হবে। সে ক্ষেত্রে বাণিজ্যিক বিনিময়ে সংশ্লিষ্ট শ্রেষ্ঠ ব্যক্তিদের প্রয়োজন। এ সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করা যাবে। আর এ প্রশিক্ষিত ব্যক্তিরা আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে মন্তব্য করেন জনাব তু জুন জুন।

ইউয়ুননান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইউয়ুননান প্রদেশের পৌর সরকার ও ইউয়ুননান শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা ১.১ লাখেরও বেশি, তাদের মধ্যে ইন্টারনেটে শিক্ষাগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৬০০০ জনেরও বেশি।

ইউয়ুননান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চীনের রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনে প্রতিষ্ঠিত ৬টি পরীক্ষামূলক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম। চীনের নাগরিকদের দীর্ঘকালীন শিক্ষাগ্রহণের চাহিদা পূরণ করার জন্য এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

২০১৪ সালের জুন মাসে ইউয়ুননান উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি চীনা ভাষার অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এই কেন্দ্রটি ইউয়ুননান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিদেশে প্রতিষ্ঠিত তিনটি প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম।

এখন শুনুন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক খন্দকার মোকাদ্দেম হোসেনের সাক্ষাতকার।

বাংলাদেশের বেসরকারি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ও কয়েক বছর আগে ইউয়ুননান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলে। এখন শুনুন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সাক্ষাতকার।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সময় দ্রুত চলে যায়। আজকের অনুষ্ঠানও তাড়াতাড়ি শেষ হয়ে এলো। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সহযোগিতামূলক সম্পর্কের কিছু তথ্য জানতে পেরেছেন।

আমাদের অনুষ্ঠান সম্পর্ক কোনো মতামত থাকলে আমাদের কাছে চিঠি লিখতে ভুলবেন না। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn,caoyanhua@cri.com.cn

রেডিও'র মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনতে মিস করলে আমাদের ওয়েবসাইট তা শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bengali.cri.cn

এবার তাহলে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে একইদিন, একই সময় আবারো কথা হবে। সবাই ভালো থাকুন,সুন্দর থাকুন। থাকুন সুস্থ ও আনন্দে। চাই চিয়েন।

'বিদ্যাবার্তা' পরিবেশনায় ছাওইয়ানহুয়া সুবর্ণা ও এনামুল হক টুটুল।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040