আইএসের বিরোধিতা করায় সৌদি আরবে মাকে হত্যা
  2016-07-10 18:34:44  cri
ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে বাধা দেয়ায় সৌদি আরবে এক মা তার দুই যমজ সন্তানের হাতে খুন হয়েছেন। একই কারণে তারা তাদের বাবা ও ভাইকে ছুরিকাঘাত করে। হত্যাকারীদের গ্রেফতার করেছে সৌদি আরব।

২০ বছর বয়সী ওই দুই তরুণ ইয়েমেনে গিয়ে আইএসে যোগ দেয়ার পরিকল্পনা করছিল। ইসলামপন্থী জঙ্গিদের উত্থান নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে সৌদি আরবে।

২৪ জুনের ওই হত্যাকাণ্ড নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, 'যমজ দুই ভাই খালেদ ও সালেহ আল-ওরাইনি রাজধানী রিয়াদে অবস্থিত তাদের নিজ বাড়িতে ৬৭ বছর বয়সী মা হাইলা, ৭৩ বছর বয়সী বাবা ও তাদের আরেক ভাইকে ছুরিকাঘাত করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।

এর মধ্যেই সোমবার মদিনায় মহানবী (সা.) এর মসজিদ হিসেবে খ্যাত মসজিদে নববীর কাছে আত্মঘাতী হামলায় অন্তত চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। একই দিনে সৌদি আরবের আরো দুই যায়গায় আত্মঘাতী হামলা হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040