সুর ও বাণী : সুরকার সিয়াও খ্য
  2016-07-06 19:16:14  cri


বন্ধুরা, এখন আপনারা শুনছেন হংকংয়ের কণ্ঠশিল্পী চেন ই শুনের গাওয়া 'স্থির সুখ' নামে একটি গান। এ গানে বলা হয়েছে, 'একদিন আমি সাধারণ দিনের সুখ অনুভব করতে পেরেছি। আমি স্পষ্টভাবে দেখেছি, আমার প্রকৃত সুখ সুদূর ভবিষ্যতেও আছে। আমি প্রকৃত সুখ চাই। প্রকৃত সুখেই মনের ব্যথা কমানো যায়। তখন একা পথেও একাকী বোধ করি না।'

প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন 'দিন দিন ভালো হচ্ছে' নামের একটি সিনেমার থিম সং এবং গীতিনাট্য 'স্থির সুখ' এর থিম সং। এ গানের কথা লিখেছেন সিয়াও খ্য। সুর করেছেনও তিনি।

সুরকার সিয়াও খ্য

সিয়াও খ্য'র আসল নাম খ্য চাও লেই। ১৯৭১ সালের অক্টোবরে তিনি বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি মান জাতির লোক। তার বাবা সামরিক বাহিনীর সাংস্কৃতিক দলের একজন বাদ্যযন্ত্র বাদক। তার মা একজন গায়িকা। ছোটবেলা থেকে সিয়াও খ্য বাবা-মা ও বড় বোনের স্নেহ ও আদরে বড় হয়েছে। দশ বছর বয়সে তিনি পিয়ানো বাজাতে শেখেন। বড় হয়ে একজন পিয়ানো বাদক হওয়ার স্বপ্ন দেখেন। তার আগ্রহের কারণে বাবা অনেক টাকা খরচ করে তার জন্য একটি পিয়ানো কেনেন। এই পিয়ানো সিয়াও খ্যর জীবনে সবচেয়ে ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে ওঠে। তিনি লেখাপড়ার পাশাপাশি সময় সব পিয়ানো বাজাতেন।

প্রিয় শ্রোতা, এবার শুনুন সিয়াও খ্যর কণ্ঠে 'দিন' নামের গানটি। এ গানটি সিয়াও খ্য টেলিভিশন নাটক 'চাং দা নিয়ানের সুখি জীবন' এর জন্য রচনা করেন।

এ গানে বলা হয়েছে, 'মেঘের বুকে বাতাস ছড়িয়ে পড়েছে। বর্ষাকাল শুরু হয়েছে। গাছে গাছে ফুলের পাপড়ি ঝরছে। তোমাকে মনে পড়ার দিন এসে গেছে। তোমার প্রেমিক চলে গেছে দূরে। তাই জানালার পাশে দাড়িয়ে তোমার চোখে জল ঝরছে।'

মাত্র ১২ বছর বয়সে সিয়াও খ্য সংগীত কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে এ পরীক্ষায় তিনি ব্যর্থ হন। এ ঘটনাই তার জীবনের প্রথম ব্যর্থতা। এ ব্যর্থতায় তার মনে অনেক কষ্ট হয়। কিন্তু বাবা-মা তাকে অনেক শান্তনা দেন। বাবা তাকে বোঝান কেবল সংগীত কলেজে ভর্তি হয়েই পিয়ানো বাদক হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করা যায় তা নয়। আরো অনেক উপায় আছে। সেগুলোর সন্ধান করতে হবে। সিয়াও খ্যর সংগীত প্রতিভার প্রতি তার বাবা-মার আস্থা ছিলো। তবে বাবার সঙ্গে সিয়াও খ্যর সংগীত জীবন নিয়ে মতভেদও ছিল। তারপরও তার চোখে বাবা সবসময় তার শিক্ষক ও বন্ধু।

সিয়াও খ্য, গায়ক লাও লাং আর গায়িকা ওয়াং চিং

বন্ধুরা, এখন শুনছেন 'আমি তোমার জন্য গান গাই' নামের গানটি। এ গানটি ২০০৪ সাল চীনের বিদ্যালয়ের গায়কদের অংশগ্রহণে প্রথম টেলিভিশন প্রতিযোগিতার থিম সং ছিল। সিয়াও খ্য এ গানটি রচনা করেন। গায়ক লাও লাং এবং গায়িকা ওয়াং চিং এ গানটি রেকর্ডিং করে চীনের শ্রোতাদের ব্যাপক প্রশংসা পায়।

সিয়াও খ্য বেইজিংয়ের একজন বিখ্যাত সংগীতজ্ঞ। তিনি নিজেই গানের কথা লেখেন, সুর করেন এবং গাইতে পারেন। তিনি বহুবার পপ সংগীত জগতের শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ সঙ্গীত প্রযোজকের পুরস্কার পেয়েছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, 'কোনো বন্ধু কারো কাছে আমার পরিচয় দেয়ার সময় অনেক সময় হয়তো সেই মানুষটি 'সিয়াও খ্য' এ নামটি জানে না। তবে আমার গানগুলোর নাম শুনে বলে, ওই সেই সুরকার। আমি এমন সুরকার হতে চাই।'

সিয়াও খ্য গর্বের সঙ্গে বলেন, 'আমি কখনো টাকার জন্য অপছন্দের কাজ করি নি। আমার ভাগ্য ভালো'। সত্যি কথা, এমন ভাগ্য সবার কপালে জোটে না।

1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040