ঢাকার গুলশানে গোলাগুলি: ডিবি পুলিশের এসি ও বনানী থানার ওসি নিহত
  2016-07-02 11:16:17  cri

জুলাই ২: বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের 'হলি আর্টিসান বেকারি' রেস্টুরেন্টে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন আহমেদ নিহত হয়েছেন। এ ছাড়া, অন্তত ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টায় গুলশানের ৭৯ নম্বর রোডে 'হলি আর্টিসান বেকারি'তে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণও ঘটায়। বেকারির ভেতরে বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে সন্ত্রাসীরা জিম্মি করেছে। এদের মধ্যে ৭ জন ইতালির নাগরিক রয়েছেন।

ঘটনাস্থলে পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

নীয় সময় শুক্রবার রাত ৮টায় গুলশানের ৭৯ নম্বর রোডে 'হলি আর্টিসান বেকারি'তে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণও ঘটায়। বেকারির ভেতরে বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে সন্ত্রাসীরা জিম্মি করেছে। এদের মধ্যে ৭ জন ইতালির নাগরিক রয়েছেন।

রাতভর অভিযানের পর শনিবার সকালে বিদেশি নাগরিকসহ ১২ জনেরও বেশি জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া বার্তা সংস্থা।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদের দেহরক্ষী মফিজুল ইসলাম বলেন, এডিসি আহাদ, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রফিক ও এসআই জিয়া, ভাটারা থানার পরিদর্শক ইয়াছিনসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো।

পুলিশ জানায়, সন্ত্রাসীরা সেখানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রেস্টুরেন্টটিতে প্রবেশ করতে চাইলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর আত্মরক্ষায় পুলিশ গুলি চালায়। এতে রাত ৮টা থেকে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। বর্তমানে গোলাগুলি বন্ধ রয়েছে।

(তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040