সিপিসি'র ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় ভাষণ দিয়েছেন সি চিন পিং
  2016-07-01 21:06:08  cri

জুলাই ১: আজ (শুক্রবার) চীনের কমিউনিস্ট পার্টির ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিন সকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বেইজিংয়ের মহাগণভবনে মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পার্টির জন্মদিন উদযাপন করেছে। কমিউনিস্ট পার্টির বিশিষ্ট সদস্য, বিশিষ্ট কর্মী ও উন্নত তৃণমূল পার্টি সংগঠন এর প্রশংসা করেছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট সি চিন পিং ভাষণে জোর দিয়ে বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টি ৯৫ বছর পার করেছে, তবে পার্টির সব সদস্যকে পার্টি প্রতিষ্ঠার সময় চীনা কমিউনিস্ট পার্টির সংগ্রামের চেতনা ধরে রাখতে হবে এবং সবসময় জনগণকে আন্তরিকতা দেখাতে হবে। ভবিষ্যতে চ্যালেঞ্জের মুখে পড়লেও কখনও নিজের আদর্শ ভুলে যাওয়া যাবে না, সবসময় সাহসের সঙ্গে সংস্কার চালিয়ে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, তাহলে কখনও অচলাবস্থা তৈরি হবে না।

প্রায় ৮০ মিনিটের ভাষণে সি চিন পিং দীর্ঘ এক শতাব্দীতে চীনের কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করেন।

পার্টি প্রতিষ্ঠার সময় মাত্র ৫০ জনের কিছু বেশি সদস্য ছিলেন। এখন চীনে ৮ কোটি ৮০ লাখ সদস্য রয়েছে। ১৩০ কোটি জনসংখ্যার বড় দেশের ক্ষমতাসীন পার্টি হিসেবে চীনের কমিউনিস্ট পার্টি নানা পরীক্ষার মধ্য দিয়ে পরিপক্ব হয়েছে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040