হ্যালো চায়না: ২৯. ঐতিহ্যবাহী চীনা চিকিত্সাবিদ্যা
  2016-07-01 18:56:21  cri

ঠাণ্ডা লাগলে বা হালকা জ্বর হলে কি করতে হয় ? সাধারণত সবাই ওষুধ খায়। এটা মূলত পশ্চিমা ডক্তারদের পদ্ধতি। চীনা চিকিত্সাবিদ্যায় কালো চিনি আর আদা পানির সঙ্গে সিদ্ধ করে তা খেতে দেয়া হয়। তারপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তে বলা হয়। এভাবেই এক সময় জ্বরের চিকিত্সা করা হতো। আর এটিই হলো ঐতিহ্যবাহী চীনা চিকিত্সাবিদ্যার আশ্চর্য ব্যাপার।

'চোং ঈ' বা ঐতিহ্যবাহী চীনা চিকিত্সাবিদ্যার ইতিহাস কয়েক হাজার বছরের। দেখা, শোনা, প্রশ্ন করা এবং নাড়ি অনুভব করা অসুস্থতা নির্ধারণের অনন্য উপায়। রোগীর চেহারার রং পর্যবেক্ষণ করে, রোগীর কথা বলার সময় শ্বাসের প্রকৃতি শুনে, রোগীর দৈনন্দিন অভ্যাস ও রোগের ইতিহাস সম্পর্কে জেনে, হাতের আঙ্গুল রোগীর কব্জির ওপর রেখে নাড়ির স্পন্দন শুনে রোগ নির্ণয় করা হয়। এতে আরো স্পষ্ট ও সঠিকভাবে রোগ নির্ণয় ও রোগীকে সঠিক ওষুধ দেয়া যায়। 'চোং ঈ'র চিকিত্সা পদ্ধতিতে চীনা ভেষজ ঔষধ, আকুপাংচার, চিকিত্সকের হাত দিয়ে মালিশ করা, মাসাজ, 'গুয়া শা' ও 'কাপিং' ইত্যাদি করা হয়। এর উদ্দেশ্য হলো, মানবদেহের 'ইন' আর 'ইয়ান' সমন্বয় করার মাধ্যমে ভারসাম্য বাস্তবায়ন করে স্বাস্থ্য পুনরুদ্ধার করা।

'চোং ঈ'র সবচে দামী হলো ওষুধ তালিকা। এ তালিকার মধ্যে অধিকাংশই প্রাণী ও উদ্ভিদ থেকে সংগৃহীত। চীনাদের মধ্যে শেননোংশি চীনা ভেষজ ঔষধ খুঁজে বের করার গল্প বেশ প্রচলিত। প্রাচীনকালে লোকেরা ক্ষুধা প্রতিরোধ করার জন্য নানা ধরনের উদ্ভিদ খেত। এর মধ্যে কিছু কিছু উদ্ভিদে বিষাক্ত উপাদান রয়েছে, এসব খাওয়ার পর মানুষ মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে। কেউ আক্রান্ত হলে নিজেকে ভাগ্যের ওপর ছেড়ে দিত। এক ভদ্রলোকের নাম শেননোশি, তিনি লোকদের রোগ থেকে মুক্তি দেয়ার জন্য উপযুক্ত উদ্ভিদ খুঁজে বের করার সিদ্ধান্ত নিলেন। তিনি কয়েকশ' উদ্ভিদ খাওয়ার পরে আবিষ্কার করলেন যে গম, চাল, বাজরা ও চীনা জোয়ারসহ বিভিন্ন উদ্ভিদ খাদ্যশস্য হিসেবে খাওয়া যায় এবং আরো ৩০০টিরও বেশি ধরনের উদ্ভিদ দিয়ে রোগের চিকিত্সা করা যায়।

বর্তমানে ঐতিহ্যবাহী চীনা চিকিত্সাবিদ্যার ওষুধ অসংখ্যবার পরীক্ষার মাধ্যমে রোগের চিকিত্সা ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করছে। এর পাশাপাশি চীনা ভেষজ ওষুধের মূল্য ও ভূমিকা বিশ্বের বিভিন্ন দেশের জনগণের স্বীকৃতি পেয়েছে, আন্তর্জাতিক সমাজে তা প্রভাবশালীও হয়েছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040