সিপিসি প্রতিষ্ঠার ৯৫তম বার্ষিকী উপলক্ষ্যে চিত্র প্রদর্শনী শুরু
  2016-06-30 21:37:10  cri

জুন ৩০: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ৯৫তম বার্ষিকী উদযাপনের জন্য 'সিপিসি প্রতিষ্ঠার ৯৫তম বার্ষিকী উপলক্ষ্যে চিত্রকলা প্রদর্শনী' শুরু হয়েছে। বৃহস্পতিবার চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বেইজিংয়ে চীনের চিত্রশালায় এর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে চীনের কয়েক প্রজন্মের চিত্রশিল্পী বিভিন্ন যুগে সৃষ্ট ঐতিহাসিক ৩০০টি বিশেষ চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে চীনের ঐতিহ্যবাহী চিত্র, তৈলচিত্র, নকশার কাজ, ভাস্কর্য, নববর্ষের চিত্র, চিত্র-গল্প, প্রচারণার পোস্টার, বার্নিশ চিত্র ইত্যাদি। প্রদর্শনীতে রঙিন চিত্র দিয়ে গেল ৯৫ বছরে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিভিন্ন জাতির জনগণের বিপ্লব, নির্মাণ ও সংস্কারের উজ্জ্বল ইতিহাস ও মহান কাজকে স্মরণ করা হয়েছে।

প্রদর্শনীটি তিনটি ভাগে বিভক্ত। নতুন গণতান্ত্রিক বিপ্লব যুগ (১৯২১-১৯৪৯), সমাজতান্ত্রিক বিপ্লব ও নির্মাণ যুগ (১৯৪৯-১৯৭৮), সংস্কার, উন্মুক্তকরণ ও সমাজতন্ত্রের আধুনিকায়নের নয়া যুগ (১৯৭৮ সাল থেকে বর্তমান)।

চীনের শিল্প ও কৃষি বিভাগ লাল ফৌজের লং মার্চ বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে এবারের প্রদর্শনীতে বিশেষ করে লং মার্চ সম্পর্কিত চিত্রকর্মও প্রদর্শন করছে।

আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে এ প্রদর্শনী। (ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040