পার্টির রাজনৈতিক চরিত্র বিশুদ্ধ করতে হবে: সি চিন পিং
  2016-06-29 22:40:06  cri

জুন ২৯: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো গতকাল (মঙ্গলবার) বিকেলে পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক চরিত্র আরও বিশুদ্ধ করা ও বিভিন্ন প্রশিক্ষণকে সামনে রেখে ৩৩তম দলগত কর্মশালার আয়োজন করেছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এ প্রশিক্ষণ পরিচালনার সময় জোর দিয়ে বলেন, আমাদের পার্টি ৯৫ বছর ধরে সংগ্রাম করছে। এ থেকে প্রমাণিত হয় যে, পার্টির কঠোর রাজনৈতিক জীবন ও রাজনৈতিক পরিবেশ বিশুদ্ধ করা হলো পার্টির উন্নতি ও পবিত্রতা বজায় রাখার গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এটা আমাদের পার্টি ও অন্যান্য অমার্কসবাদী রাজনৈতিক শক্তির সুস্পষ্ট পার্থক্য। পার্টির রাজনৈতিক চরিত্র ভালোভাবে নিয়ন্ত্রণ করে সার্বিক পার্টি নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপিত হতে পারে। পার্টির সব সদস্যের এজন্য অবদান রাখা উচিত।

সি চিন পিং উল্লেখ করেন, আমাদের পার্টি সারা দেশের বিভিন্ন জাতির জনগণকে নিয়ে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের মহান ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা 'দুটি একশ' বছরের' সংগ্রামের লক্ষ্য ও চীনা জাতির মহান পুনরুদ্ধারের চীনা স্বপ্ন বাস্তবায়ন করব। আমরা অনেক নতুন ঐতিহাসিক বৈশিষ্ট্যপূর্ণ মহান সংগ্রাম করবো। তাই সংস্কার ও উদ্ভাবনশীল চেতনা নিয়ে পার্টি গঠনের কাজ এগিয়ে নিতে হবে। (ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040