চীনের গ্রাম-পর্যটনশিল্পের দৃষ্টান্ত: চুং হাও ইউয়ু গ্রাম
  2016-06-30 08:47:16  cri

 



বিগত কয়েক বছরে, চীনে গ্রাম-পর্যটনশিল্প বেশ উন্নত হয়েছে। ২০১৪ সালে চীনের গ্রামগুলোতে পর্যটকের সংখ্যা ছিল ১২০ কোটি, যা তখনকার গোটা চীনের মোট পর্যটকের এক তৃতীয়াংশ। সে বছর গ্রাম-পর্যটনশিল্পে বিনিয়োগের পরিমাণ ছিল ২১,৬২০ কোটি ইউয়ান, ২০১৩ সালের চেয়ে ৬০ শতাংশ বেশি।
চীনের শান তুং প্রদেশে অবস্থিত সুন্দর একটি গ্রাম চুং হাও ইউয়ু। এ গ্রামের অন্য আরেকটি সুন্দর নাম ইউ ইউ কু। গ্রামটিতে শতাধিক পরিবারের বাস। গ্রামটি ইতোমধ্যেই পর্যটকদের কাছে সুপরিচিত একটি নাম।  
চুং হাও ইউয়ু চীনের গ্রাম-পর্যটনের একটি ক্ষুদ্র অংশ মাত্র। ২০১৫ সালে এক লাখ ৪০ হাজার পর্যটক গ্রামটিতে ভ্রমণে আসে। দেশের বিভিন্ন স্থান থেকে দলে দলে পর্যটকরা এই গ্রামে আসেন। যখন আমাদের সাবংদদাতা চু হে ইউয়ু গ্রামে আসেন তখন সিন চিয়াংয়ের একটি পর্যটকদল গ্রামটিতে ভ্রমণ করছিলেন। এ দলের সঙ্গে কথা বলেন ইউ ইউ কু পর্যটন উন্নয়ন কোম্পানির জেনারেল ম্যানেজার চাও সেং চিয়ান।

চাও সেং চিয়ান বলেন, "আমাদের গ্রামের অবকাঠামো হয়ত চীনের সবচেয়ে ভাল নয়, তবে আমাদের বিশেষ বৈশিষ্ট্য আছে।"
চাও সেং চিয়ান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে আসলে আধুনিক এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট সিস্টেম (শিল্পপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা ব্যবস্থা)-এর মাধ্যমে গ্রামের পর্যটনসম্পদ একীভূত করার দিকে ইংগিত করেছেন। চাও সেং চিয়ান গ্রামের সবচে ব্যস্ত একজন মানুষ। বছরের প্রায় ২০০ দিনই তাকে ব্যবসায়িক কাজে বাইরে থাকতে হয়। তবে ১০ বছর আগে যখন তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে বের হন, তখন চাও সেং চিয়ানের অন্য পরিকল্পনা ছিল।
তিনি জানান, তখন তিনি সিঙ্গাপূরে কাজ করার সাথে সাথে লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছিলেন এবং তার পরিবারও তাকে এ ব্যাপারে সমর্থন করেছিল। তবে তার বাবা হঠাত্ হৃদরোগে আক্রান্ত হয় বলে তাকে এ পরিকল্পনা পরিত্যাগ করতে হয়।
তখন বিদেশে না গিয়ে চাও সেং চিয়ান গ্রামে কিছু করতে চাইলেন। অবশেষে তিনি গ্রাম-পর্যটনকে বেছে নেন। ১০ বছর আগে তার জন্মস্থান চুং হাও ইউয়ু ছিল দরিদ্র একটি গ্রাম। তখন গ্রামের মানুষ জানতোই না 'গ্রাম-পর্যটন' কী জিনিষ। লোকজন একটা দরিদ্র গ্রামে ভ্রমণ করতে কেন আসবে, এটা তাদের বোধগম্য হতো না।


চাও সেং চিয়ান তখন বুঝলেন, কথা দিয়ে গ্রামবাসীকে বোঝানো যাবে না। তাদেরকে কাজে দেখাতে হবে। তিনি তাদের বললেন, 'আমি টাকা দিচ্ছি। আপনারা নিজ নিজ ঘরবাড়ি সাজিয়ে নিন।' ২০০৪ সালে চাও সেং চিয়ান নিজের টাকা ব্যয় করে গ্রামের বাড়িঘর নতুন করে সাজান। তবে শুরুতে মাত্র ৫টি পরিবার চাওয়ের প্রকল্পে যোগ দেয়।
এরপর আরও কিছু পরিবার তার প্রকল্পে যোগ দেয় এবং ভালো ব্যবসা করে। কিন্তু তাদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়। এ অবস্থা পরিবর্তনের জন্য চাও সেং চিয়ান গ্রামকে নতুন একটি নাম দেন-ইউ ইউ কু এবং প্রতিষ্ঠা করেন ইউ ইউ কু পর্যটন উন্নয়ন কোম্পানি। নতুন নিয়ম অনুসারে, যে সব পরিবার তার প্রকল্পের অংশীদার হবে, তাদেরকে কোম্পানির অভিন্ন ব্যবস্থাপনার আওতায় থাকতে হবে। কোম্পানি প্রতিষ্ঠার পর ব্যবস্থাপনা বিষয়ে সাহায্যের জন্য চাও সেং চিয়ান তার হাইস্কুলের সহপাঠি ওয়ে লেই এবং একই গ্রামের বন্ধু চাং মেংয়ের কাছে সাহায্য চান।

চাং মেং ছিলেন একজন সৈনিক। তিনি অবসর নেওয়ার পর চাও সেং চিয়ানের কোম্পানিতে যোগ দেন। তার বয়স চাও চিয়ান সেংয়ের চেয়ে কম। তাই তিনি চাওকে 'বড় ভাই' বলে ডাকেন। চাং মেং পরিশ্রমী মানুষ এবং মানুষের সঙ্গে ভালভাবে যোগাযোগ করতে পারেন বলে কোম্পানিতে তিনি প্রচারণার দায়িত্ব নেন।
ওয়ে লেই শহরের ছেলে এবং বড় আকারের অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা আছে তার। তার পরিবার ওয়ে লেই গ্রামে কাজ করা পছন্দ করে না। তবে ওয়ে লেই চাও সেং চিয়ানকে বিশ্বাস করেন এবং নিজে স্বাধীনভাবে আয় করতে চান।  
প্রথমে কোম্পানিতে যোগ দিয়ে ওয়ে লেই একটি দায়িত্ব পান। কোম্পানি একটি laser game: real counter strike সাইট নির্মাণ করতে চাইল। তবে কোম্পানির কর্মী কম বলে সাইট নির্মাণের জন্য তাকে নিজের দু হাতের ওপর নির্ভর করতে হয়। এ কাজে অবশ্য বাকিরাও তাকে সাহায্য করে। তাদেরেক গাছ কাটার কাজটিও করতে হয়েছিল। লোক বলতে তো তারা মাত্র তিন জন!


সাও সেং চিয়ের পরিকল্পনা অনুসরণ করেই কোম্পানি পর্যটক আর্কষণের চেষ্টা করে এবং কোম্পানির সেবার মানও নির্ধারণ করে। তবে কাজটা তাদের জন্য সহজ ছিল না।
চাও সেং চিয়ান জানালেন, গ্রামবাসীদের অধিকাংশই তার চেয়ে বয়সে বড়। তারা একজন যুবকের কথা শনতে আগ্রহী ছিল না। তাদের আস্থা অর্জন করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। চাও সেং চিয়ে গ্রামের আবাসন অবস্থা উন্নয়নের জন্য নিজের পরিবারের কারখানা বিক্রয় করে ২০ লাখ ইউয়ান সংগ্রহ করেন। তিনি গ্রামবাসীদের জানান, যারা কোম্পানির মানদণ্ড অনুযায়ী নিজেদের বাড়িঘর আপগ্রেড করবে, তারা প্রতি ঘরপ্রতি ৪০০ ইউয়ান করে পাবে।

কোম্পানির উন্নয়নে নানা সমস্যার সম্মুখীণ হতে হয়েছে তিন জনকে। কিন্তু তারা কখনওই হাল ছেড়ে দেননি। অবশেষে তারা সাফল্যের দেখা পান। ২০১৩ সালে শান তুং প্রদেশে গ্রাম-পর্যটন সেমিনার অনুষ্ঠিত হয়। চাও সেং চিয়ান সেমিনারটিকে নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ হিসেবে দেখেন। এ সেমিনারে চাও নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ফলে সরকার ও পর্যটন বিষয়ক বিভাগ চুং হাও ইউয়ু গ্রামকে নানা সমর্থন যুগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তথ্যমাধ্যমগুলোও এ গ্রাম সম্পর্কে প্রচার শুরু করে।
বর্তমানে চুং হাও ইউয়ু গ্রামের সব বাসিন্দা কোম্পানির অংশীদার। গ্রামের ৯০ শতাংশ মানুষই এথন গ্রাম-পর্যটন কার্যক্রমের সঙ্গে কোনো-না-কোনোভাবে জড়িত। এমনকি যারা কর্মক্ষমতা হারিয়েছেন তারাও কোম্পানি থেকে নিয়মিত লভ্যাংশ পেয়ে থাকেন। ১০ বছর আগের তুলনায় গ্রামবাসীর আয় ১০ গুণ হয়েছে।

ওয়ে লেই নেতৃত্বে ইউ ইউ কুতে প্রতিষ্ঠিত হয়েছে ফুড স্ট্রিট, চিড়িয়াখানা, কৃষিপার্ক ইত্যাদি। ওয়ে লেই বলেন, তিনি ও চাও সেং চিয়ানের মধ্যে মাঝে মাঝে মতভেদ দেখা দিত। কারণ, তিনি পর্যটকদের সন্তোষ বা প্রকল্পের সাফল্যকেই বেশি গুরুত্ব দিতেন। অন্যদিকে, চাও সেং চিয়ানের কাছে গ্রামবাসীর অধিকারও ছিল সমান গুরুত্বপূর্ণ। ওয়ে লেইও বলেন, চাও সেনং চিয়ানের কাছ থেকে তিনি অনেক শিখেছেন। বিশেষ করে চাও অন্যদের চেয়ে আলাদা। নিজে প্রচণ্ড পরিশ্রম করেন। প্রতিদিন সকালে চাও অন্যদের চেয়ে এক ঘন্টা আগে জেগে ওঠেন এবং গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতাকাজে লেগে যান। তিনি নিজে বিদ্যুত্ ও খাবারের নিরাপত্তা চেক করেন।

চাও সেন চিয়ান সিআরআই সংবাদদাতাকে জানান, গত ১০ বছরে তিনি অনেক কষ্ট করেছেন, বারবার সমস্যায় পড়েছেন, আবার সেসব সমস্যার সমাধানও নিজে করেছেন। একসময় তিনি শহরের বড় বড় অফিসে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু এখন তিনি যা করছেন, তা তার কাছে অনেক বেশি মূল্যবান। গ্রামের সব মানুষের স্বপ্ন এখন তিনি একাই দেখেন। ২০১৫ সালে চুং হাও ইউয়ু গ্রাম চীনের গ্রাম-পর্যটনশিল্পের প্রথম দৃষ্টান্তগুলোর অন্যতম হিসেবে স্বীকৃতি পায়। (শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040