অক্ষয়িষ্ণু ইস্পাতের পাতের ওপর মার্কিন ডাম্পিং-বিরোধী ব্যবস্থা প্রসঙ্গে চীনের মন্তব্য
  2016-06-28 21:00:26  cri

জুন ২৮: সম্প্রতি যুক্তরাষ্ট্র চীন ও ভারতসহ কিছু দেশ ও অঞ্চল থেকে আমদানিকৃত অক্ষয়িষ্ণু ইস্পাতের পাত মার্কিন শিল্পের ওপর বাস্তব ক্ষতি করায় তার বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়েছে। এ প্রসঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যিক ত্রাণ তদন্ত ব্যুরোর এক দায়িত্বশীল কর্মকর্তা আজ (মঙ্গলবার) বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম লঙ্ঘন করেছে। চীন শিল্পপ্রতিষ্ঠানের রপ্তানির স্বার্থ রক্ষার্থে অব্যাহতভাবে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করবে এবং অন্যান্য ব্যবস্থা নেবে।

গত ২৫ জুন মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রকাশিত এক ইস্তাহারে বলা হয়েছে, চীন, ভারত, ইতালি, দক্ষিণ কোরিয়া ও চীনের তাইওয়ান থেকে আমদানিকৃত অক্ষয়িষ্ণু ইস্পাতের পাত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে। ফলে মার্কিন শুল্ক বিভাগ চীন থেকে আমদানিকৃত এ পণ্যের ওপর ২০৯.৯৭ শতাংশ ডাম্পিং-বিরোধী কর এবং ৩৯.০৫ শতাংশ কাউন্টার ভেইলিং শুল্ক আদায় করবে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যিক ত্রাণ তদন্ত ব্যুরোর দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা চীনের বৃহত্‌ ইস্পাতজাত পণ্য হলো মসৃণ ইস্পাতের পাত আর ধাতুর প্রলেপ দেওয়া পাত। দেশটিতে চীন থেকে নেওয়া ইস্পাতজাত পণ্যের অর্ধেকই হচ্ছে এ দু'ধরণের পণ্য। গত ২২ জুন যুক্তরাষ্ট্র চীনের মসৃণ ইস্পাতের পাতের ওপর ডাম্পিং-বিরোধী কর এবং কাউন্টার ভেইলিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহের মাথায় আবারও চীনের অক্ষয়িষ্ণু ইস্পাতের পাতের ওপর এ দু'টি কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ইস্পাতজাত পণ্য মার্কিন বাজার থেকে সরিয়ে নিতে বাধ্য হবে চীন। যা চীনের ইস্পাত শিল্পের রপ্তানি খাতে গুরুতর প্রভাব ফেলবে। চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো এতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040