একনেক বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত
  2016-06-28 20:23:09  cri

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠক মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল বিদায়ী অর্থবছরে শেষ একনেক সভা।

এ সভায় ৮টি প্রকল্পসহ বিদায়ী বছরে মোট ২৭৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর অনুকুলে ব্যয় প্রাক্কলন করা হয় ২ লাখ ৬৮ হাজার ১৬৯ কোটি টাকা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অর্থবছরের শেষ মাস অর্থাত্ জুনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তাবায়িত হয়েছে ৩০ শতাংশ। আর প্রথম ১১ মাসে এডিপি বাস্তবায়িত হয়েছে ৬২ শতাংশ। অর্থাত্ বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছে ৯২ শতাংশ। বৈদেশিক সহায়তার অর্থ সময়মতো ছাড় না করায় শতভাগ এডিপি বাস্তবায়ন হয়নি বলে জানান তিনি। তবে ৯০ শতাংশের ওপরে এডিপি বাস্তবায়নকে সন্তোষজনক বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040