কম্বোডিয়ার ক্ষমতাসীন পার্টি দক্ষিণ চীন সাগর সালিশি সমর্থন করে না
  2016-06-28 20:08:41  cri

জুন ২৮: কম্বোডিয়ার ক্ষমতাসীন পার্টি–কম্বোডিয়া পিপলস পার্টি আজ (মঙ্গলবার) সকালে পার্টি প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে এক অধিবেশনের আয়োজন করেছে। পিপলস পার্টির চেয়ারম্যান, দেশটির প্রধানমন্ত্রী হুন সেন তার ভাষণে আবারও দক্ষিণ চীন সাগর বিষয়ে মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, পিপলস পার্টি দক্ষিণ চীন সাগরের সালিশিকে সমর্থন করবে না। তিনি সংশ্লিষ্ট দেশকে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান করা এবং এ অঞ্চলের বাইরের দেশগুলোকে দক্ষিণ চীন সাগর ইস্যুতে হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান।

হুন সেন আবারও ঘোষণা করেন, পিপলস পার্টি আসিয়ানের প্রকাশিত স্থায়ী সালিশ আদালতের দেয়া দক্ষিণ চীন সাগর বিবাদ বিষয়ে যে কোনো বিবৃতির বিরোধিতা করে। এ অঞ্চলের বাইরের কোনো দেশ আদালতের চূড়ান্ত রায়ের আগে আসিয়ান দেশগুলোকে এমন বিবৃতি দিতে বাধ্য করেছে। পিপলস পার্টি মনে করে, এটা হলো 'রাজনৈতিক ষড়যন্ত্র'। এতে আসিয়ানের সদস্য দেশ, আসিয়ান ও চীনের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। এ অঞ্চলের বাইরের দেশগুলো চীনের বিরোধিতার জন্য শক্তি সংগ্রহ করেছে। এটা আসিয়ান ও এ অঞ্চলের শান্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

হুন সেন জোর দিয়ে বলেন, দক্ষিণ চীন সাগর সমস্যা 'সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সার্বভৌমত্বের সমস্যা, আসিয়ান ও চীনের সমস্যা নয়। দক্ষিণ চীন সাগর সমস্যায় আসিয়ানের দেশগুলোর মধ্যে বিভেদ থাকলেও তা আসিয়ানের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলা উচিত নয়। দক্ষিণ চীন সাগর ইস্যুতে নয়, আসিয়ানের অন্য বিষয়ে আরও অনেক কাজ করা দরকার বলে মনে করেন তিনি।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040