দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের ওপর উচ্চ সতর্কতা বজায় রাখা উচিত: বেইজিং
  2016-06-28 20:00:27  cri

জুন ২৮: দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের বৈরী আচরণের সমালোচনা করে চীন বলেছে, জাপানের ওপর সংশ্লিষ্ট দেশগুলোর উচ্চ সতর্কতা বজায় রাখা উচিত। সম্প্রতি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন যে, জাপান নিবিড়ভাবে 'দক্ষিণ চীন সাগর সালিশ' মামলার ওপর মনোযোগ দিচ্ছে; সংশ্লিষ্ট দেশগুলোর এ বিষয়ে নিয়ে মন্তব্য করা উপযুক্ত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) এ বক্তব্যের জবাব দেয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লেই নিয়মিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, 'জাপানের কর্মকর্তার কথায় বোঝা যায় যে, জাপানের কিছু লোক দক্ষিণ চীন সাগর ইস্যু নিয়ে ফলাও করে উত্তেজনা ছড়িয়ে দিয়ে, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বৈরী সম্পর্ক সৃষ্টি করতে চায়। দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের গৌরবহীন ইতিহাস আছে। আমরা আশা করি, সে ধরনের ইতিহাসের পুনরাবৃত্তি আর ঘটবে না। আমরা আশা করি, এ অঞ্চলের দেশগুলো জাপানের ওপর উচ্চ সতর্কতা বজায় রাখবে।'

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040