লং মার্চ-৭ বাহক রকেটের প্রথম উড্ডয়ন সফল
  2016-06-28 19:27:21  cri

জুন ২৮: চীনের তোংফাং অবতরণ কেন্দ্রের পরিচালনা বিভাগ আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশনকে লং মার্চ-৭ বাহক রকেটের ফিরে আসা ক্যাপসুল হস্তান্তর করেছে।

হস্তান্তর অনুষ্ঠানে অবতরণ কেন্দ্রের পরিচালনা বিভাগের প্রধান চাং চি ফেন ও মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশনের বহুমুখী মহাকাশযান প্রত্যাবর্তন ক্যাপসুল প্রকল্পের প্রধান চাং পাই নান প্রথমবারের মতো 'লং মার্চ-৭ বাহক রকেটের বহুমুখী মহাকাশযানের প্রত্যাবর্তন ক্যাপসুল হস্তান্তর পত্র' স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ২৬ জুন বিকেলে ৩টা ৪১ মিনিটে প্রায় ২০ ঘণ্টা উড্ডয়নের পর লং মার্চ-৭ বাহক রকেটের বহুমুখী মহাকাশযানের ক্যাপসুল অবতরণ কেন্দ্রের দক্ষিণ-পশ্চিম মরুভূমিতে ফিরে আসে। এর মধ্য দিয়ে লং মার্চ-৭ বাহক রকেটের প্রথম উড্ডয়ন সাফল্যের সঙ্গে শেষ হয়।

(ইয়ু/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040