ব্রিটেনের ইইউ থেকে বের হওয়ায় বিশ্বায়নে প্রভাব ফেলবে: আইএমএফ
  2016-06-28 19:09:05  cri
জুন ২৮: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রথম ডেপুটি ব্যবস্থাপক ডেভিড লিপটন গতকাল (সোমবার) ব্রিটেনকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইইউ থেকে বের হয়ে গেলে বিশ্বায়ন প্রক্রিয়ার ওপর প্রভাব পড়তে পারে। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বহুপক্ষীয় সহযোগিতা চালানোর উদ্যোগ নিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, ব্রিটেনের অভিবাসী ও অন্যান্য সমস্যায় জড়িত লোকজন এ গণভোট আয়োজনের প্রধান কারণ। তবে ফলাফল অত্যন্ত দুঃখজনক। কারণ ব্রিটেন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক একীকরণ পরিকল্পনা ত্যাগ করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040