জাতীয় ঐক্য অধিবেশন আয়োজনে উ. কোরিয়ার প্রস্তাব
  2016-06-28 16:34:40  cri
জুন ২৮ : ১৫ অগাস্টের কাছাকাছি কোনো তারিখে জাতি ঐক্য অধিবেশন আয়োজনের প্রস্তাব করেছে উত্তর কোরিয়া। সোমবার এক খোলা চিঠিতে এ প্রস্তাব করে দেশটি।

কোরীয় সেন্ট্রোল নিউজ এজেন্সি জানায়, খোলা চিঠিতে উত্তর ও দক্ষিণ কোরীয় সরকার, দেশি-বিদেশি রাজনৈতিক দল ও সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি জাতীয় অধিবেশন আয়োজন করার প্রস্তাব করেছে উত্তর কোরিয়া। অধিবেশন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াং বা কাইসংয়ে আয়োজন করা হবে।

চিঠিতে বলা হয়, অধিবেশন আয়োজনের সময়, স্থান, অংশগ্রহণকারী ও আলোচ্য বিষয়ের ওপর দক্ষিণ কোরিয়ার গঠনমূলক পরামর্শ উত্তর কোরিয়া সম্পূর্ণরূপে বিবেচনা করবে।

দক্ষিণ কোরীয় সরকার, দেশি-বিদেশি রাজনৈতিক দল ও সংগঠনকে সক্রিয়ভাবে উত্তর কোরিয়ার প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানিয়েছে দেশটি।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট জাপান আত্মসমর্পণ করলে কোরিয়া উপদ্বীপে দেশটির ঔপনিবেশিক শাসন শেষ হয়। উত্তর কোরিয়া এ দিনকে জাতীয় মুক্তি দিবস হিসেবে বিবেচনা করে। (নীলাম্বর/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040