আবারো মেসিদের কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো কোপা চ্যাম্পিয়ন চিলি
  2016-06-28 16:22:53  cri


আবারো মেসিদের কাদিয়েঁ দ্বিতীয়বারের মতো কোপা চ্যাম্পিয়ন হয় চিলি। শুরু থেকেই দারুণভাবে জমে উঠে গতবারের দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও চিলির মধ্যকার কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনাল ম্যাচটি। দীর্ঘ তেইশ বছরের ট্রফি খরা কাটানোর হাতছানি ছিলো মেসিদের সামনে অপর দিকে পরপর দুবার লাতিন সেরা হওয়ার সামনে দাঁড়িয়ে চিলিও। মেসি, ডি মারিয়ার সৃষ্টিশীল ফুটবল বনাম স্যাঞ্চেজ, ভিদালদের পাওয়ারফুল খেলা দেখতে বসে ফুটবল দুনিয়া। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূণ্য ড্র হয়।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হয়। গত বছরের ফাইনালে এই চিলির কাছে হেরেই শিরোপা হারিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে বল পজিশনে আর্জেন্টিনার থেকে এগিয়ে ছিল চিলি। আর্জেন্টিনার ৪৪ শতাংশের বিপরীতে চিলি নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছিল ৫৬ শতাংশ। কিন্তু গোল আদায় করতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে আর্জেন্টিনাও বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করে।

নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় কোপা আমেরিকার শিরোপা জয়ের যুদ্ধ। কিন্তু গোল আসেনি অতিরিক্ত ৩০ মিনিট থেকেও।

এ দিকে আর্জেন্টাইন সমর্থকরা আক্ষেপ হয়ে আছেন গঞ্জালো হিগুয়েনের উপর। কারণ, ম্যাচের ২১ মিনিটের মাথায় চিলির গ্যারি মেডালের ভুলে গোলকিপার ক্লদিও ব্রাভোকে একা পেয়েও তিনি বল গোলে পাঠাতে পারেননি।

লিওনেল মেসি চিলির রক্ষণকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন বেশ কয়েকবার। বক্সের মধ্যে মেসির দ্রুত প্রবেশ ঠেকাতে গিয়ে ২৭ মিনিটে চিলির মার্সেলো দিয়াসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে।

৪২ মিনিটে আরতুরো ভিদালকে পেছন থেকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখতে হয়েছে আর্জেন্টিনার কার্লোস রোহোকে।

আর্জেন্টিনার পরের সুযোগটি তৈরি হল ৮৪ মিনিটে এসে। হিগুয়েনের বদলি হিসেবে মাঠে নামা সার্জিও আগুয়েরো একেবারে ফাঁকা মাঠে বল পেয়েও তিনি গোল করতে ব্যর্থ হন।

চিলিও মিস করেছিলো একটি চমৎকার সুযোগ। ম্যাচের ৭৯ মিনিটে নির্ধারিত সময়ের একদম শেষ ভাগে সম্মিলিত আক্রমণ থেকে একেবারে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি আলেক্সিস সানচেজ।

শেষ অতিরিক্ত ৩০ মিনিটেও গোল না আসায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে।

টাই ব্রেকারে চিলির হয়ে নেয়া পারডোর প্রথম শটটি আর্জেন্টিনার গোলরক্ষক ঠেকিয়ে দেন। পরের শটটি নেন মেসি। কিন্তু সেটি বাইরে চলে যায়। খেলার ফলাফল যেন এখানেই নির্ধারিত হয়ে যায়। আর্জেন্টিনার বিগলিয়ার শটটিও চিলির গোলরক্ষক ঠেকিয়ে দেন। এর পরের শটে চিলির সিলভা বলটি গোল পোস্টে পাঠাতে ভুল করেননি। আর তাতে ৪-২ গোলে জিতে কোপা আমেরিকা ট্রফির মালিক হয়ে যায় অ্যালেক্সিস সানচেজ-আরতুরো ভিদাল-ক্লদিও ব্রাভোরা।

এই আর্জেন্টিনা টানা তিন বছর তিনটা গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠে হারলো তিনটিতেই। এবারও তারা হেরে গেলো চিলির কাছে। এবারও সেই পেনাল্টি শুট আউটেই কপাল পুড়লো; সেই চিলির সামনেই। ফলে শতবার্ষিকী কোপার চ্যাম্পিয়ন চিলি।

ফাইনালে বরাবরের মত আবারও স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার। যে মেসির উপর এত ভরসা সেই মেসি গোটা ম্যাচে দারুণ খেলেছেন। অথচ, শেষ বেলায় এসে টাইব্রেকার থেকে গোল করতে ব্যর্থ হলেন। বলটা গোলবারের অনেক উপর দিয়ে তিনি মেরে বসলেন। বলা যায়, সামর্থ নয়, স্নায়ুচাপ আর প্রত্যাশ্যার চাপের কাছেই হেরে গেলেন ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা এই ফুটবলার। টুর্নামেন্টে পাঁচটি গোল করেও শিরোপায় হাত রাখতে পারেন নি ফুটবলের এই মহাতারকা। আবারো জাতীয় দলের হয়ে শিরোপা জয় থেকে বঞ্চিত হলেন ফুটবলের রাজপুত্র মেসি।  

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040