পুতিনের চীন সফর সফল : চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
  2016-06-28 15:09:55  cri
 

২৮ জুন :রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর সফল হয়েছে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে তিনি গত ২৫ জুন এক দিনের জন্য চীন সফর করেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লেই সোমবার নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি রুশ প্রেসিডেন্টের চীন সফরের সফলতা সম্পর্কে ব্যাখ্যা করেন।

হোং লেই বলেন, চলতি বছর 'চীন-রাশিয়া সুপ্রতিবেশী সম্পর্কিত সহযোগিতামলূক চুক্তি' স্বাক্ষরের ১৫তম বার্ষিকী। এ ছাড়া চীন-রাশিয়া কৌশলগত অংশিদারিতমূলক সম্পর্ক স্থাপনেরও ২০তম বার্ষিকী এ বছর।

তিনি বলেন, ভ্লাদিমির পুতিন সফরকালে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। দু'দেশের নেতারা চীন-রাশিয়া কৌশলগত অংশিদারিতমূলক সম্পর্ক জোরদার করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন। দুই প্রেসিডেন্ট সম্মিলিতভাবে দু'দেশের যৌথ বিবৃতি ও সারা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা ও তথ্যনেট উন্নয়ন বিষয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, ভ্লাদিমির পুতিনের এবারের সফরে বর্তমানে দু'দেশের ঘনিষ্ট সম্পর্ক এবং অবস্থা প্রতিফলিত হয়েছে। দু'দেশের নেতাদের পৌঁছানো বিভিন্ন মতৈক্য বাস্তবায়ন করার মাধ্যমে দু'দেশের আরো উজ্জ্বল ভবিষ্যত সৃষ্টি করতে প্রচেষ্টা চালাবে চীন। (প্রকাশ/মান্না)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040