মেক্সিকোয় ১৪ হাজার বছর আগের ম্যামুথের ফসিল আবিষ্কার
  2016-06-28 13:37:30  cri
মধ্য মেক্সিকোর চাপুলটেপেক শহরে একটি ম্যামুথ (এক ধরনে হাতি)-এর ফসিল পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদরা গত এপ্রিল থেকে এখানে খননের কাজ শুরু করেন। তারা জানান, এ ফসিল সম্ভবত ১২ থেকে ১৪ হাজার বছর আগেকার একটি ২০ থেকে ২৫ বছর বয়সী ম্যামুথের। ৫ মিটার লম্বা ও ১০ টন ওজনের প্রাণীটি একটি জলাভূমিতে পড়ে মারা গিয়েছিল বলেও তারা অনুমান করছেন।

(স্বর্ণা/আলিম)


1 2 3 4
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040