বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধির জন্য বিভিন্ন পক্ষের উচিত স্থিতিশীল আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা: লি খ্য ছিয়াং
  2016-06-28 11:14:05  cri

জুন ২৮: বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধির জন্য বিভিন্ন পক্ষের উচিত স্থিতিশীল আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা। গতকাল (সোমবার) চীনের থিয়েন চিন শহরের মেই চিয়াং প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ২০১৬ গ্রীষ্মকালীন দাভোস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এ কথা বলেন।

ভাষণে লি খ্য ছিয়াং বলেন, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধির জন্য বিভিন্ন পক্ষের উচিত স্থিতিশীল আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করা। পাশাপাশি অবকাঠামো সংস্কার, অর্থনৈতিক রূপান্তর এবং আরও সমতাসম্পন্ন, উন্মুক্ত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

লি খ্য ছিয়াং আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতির অবনতির চাপ মোকাবিলার জন্য চীন অবকাঠামো সংস্কার জোরদারের পাশাপাশি নতুন চালিকাশক্তি লালন করেছে। যার ফলে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বের প্রথম শ্রেণিতে অবস্থান করেছে।

চীন অব্যাহতভাবে উন্নয়নকে কেন্দ্র করে চাহিদা বাড়ানোর পাশাপাশি অবকাঠামো সংস্কার সাধনের প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। (ওয়াং তান হোং/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040